ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে তার প্রতি শ্রদ্ধায় বিনম্র হলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ ১৯০১ সালে আজকের দিনেই ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তথা ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায়ের (Ashutosh Mukhopadhyay) পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee) জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তার আদর্শের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন জহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) মন্ত্রীসভার অন্যতম বরিষ্ঠ মন্ত্রী। কিন্তু দিল্লি প্যাক্ট প্রসঙ্গে বিরোধের জেরে কংগ্রেসের মন্ত্রীসভা ত্যাগ করেছিলেন তিনি। ৩৭০ ধারা বাতিল করার পক্ষেও বারবার রায় দান করেছেন
শ্যামাপ্রসাদ। তার মতে এক প্রজাতন্ত্রে আরেকটি প্রজাতন্ত্র থাকতে পারেনা।

খাতায়-কলমে তার আদর্শ নিয়েই বর্তমানে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি। এর আগে তার প্রয়াণ দিবসেও সারা দেশ জুড়ে বলিদান দিবস পালন করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির তরফে। তার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। আজ তার জন্মদিনে ফের একবার টুইটে বাংলার এই কৃতী সন্তানের অসামান্য দর্শনকে শ্রদ্ধা জানান তিনি। তিনি লেখেন, ‘‘ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তাঁর জয়ন্তীতে প্রণাম জানাই। তাঁর উচ্চ আদর্শ দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা জুগিডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী য়েছিল। ড. মুখোপাধ্যায় তাঁর জীবনকে ভারতের ঐক্য ও অগ্রগতির উদ্দেশে উৎসর্গ করেছিলেন। পাশাপাশি নিজেকে একজন পণ্ডিত ও বুদ্ধিজীবী হিসেবেও প্রতিষ্ঠা করেছিলেন তিনি।’’

শুধু প্রধানমন্ত্রী মোদী নন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। এদিন এ বিষয়ে একাধিক টুইট করেন তিনি। তিনি লেখেন, “ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ‘এক রাষ্ট্র এক বিধান এক নিশান’-এর প্রণেতা। তার জন্য দেশসেবার থেকে বড় আর কিছু ছিল না। ভারতের অখন্ডতা বজায় রাখতে তার অসামান্য পরিশ্রমই বাংলা এবং কাশ্মীরকে ভারতের অভিন্ন অংশ করে তুলতে সাহায্য করেছে। ডক্টর মুখার্জি রাষ্ট্রের পুনর্গঠনে স্বদেশী নীতির সবচেয়ে বড় সমর্থক ছিলেন।”

এদিন টুইটের মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরও (Jagdeep Dhankar)। তিনি লেখেন, ‘‘ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রেই- উপাচার্য, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয়তাবাদী হিসেবে দক্ষতা দেখিয়েছিলেন। ভারতের এই মহান সন্তান‌‌কে শ্রদ্ধা জানাই। তাঁর উচ্চ আদর্শ দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে।’’

https://twitter.com/jdhankhar1/status/1412264968792150017?s=19

প্রসঙ্গত উল্লেখ্য শেষ পর্যন্ত ১৯৫১ সালে কাশ্মীরে পৌঁছানোর সময় কারাবন্দি হন তিনি। পরে কারাবন্দি অবস্থায় তার মৃত্যু হয়। সারাদেশে তার প্রয়াণ দিবসকে বলিদান দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি। এর আগে অটল বিহারী বাজপেয়ীও প্রশ্ন তুলেছিলেন, তার মৃত্যুর রহস্য ময়তা নিয়ে। এমনকি এতে কংগ্রেসের ভূমিকা আছে বলেও অভিযোগ ছিল অনেক রাজনৈতিক বিশ্লেষকদের। এই নিয়ে গত মাসেই একটি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

 


Abhirup Das

সম্পর্কিত খবর