নওয়াজ শরিফের মায়ের মৃত্যুতে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মোদী, করলেন শোকপ্রকাশ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে (Nawaz Sharif) চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারত পাক সম্পর্কের তিক্ততার মধ্যে এই চিঠি প্রেরণ নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। যখন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ভারতের কূটনৈতিক আদানপ্রদান বন্ধ, তখন প্রধানমন্ত্রী মোদীর এই চিঠিতে ঝাল লাগল ইমরানের।

নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী মোদীর চিঠি
গত মাসেই লণ্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মা। শোকবার্তা প্রেরণ করে নওয়াজ শরিফে গত ২৭ শে নভেম্বর এক চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই চিঠি গত সপ্তাহে ভারতের হাই কমিশনের পক্ষ থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মেয়ে মারিয়ম নওয়াজের কাছে পাঠানো হয়। সেই বিষয় নিয়েই বর্তমানে সরগরম রয়েছে আন্তর্জাতিক মহল। শুধুমাত্র নওয়াজ শরিফই নন, তাঁর কন্যা তথা পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মারিয়ম নওয়াজকেও চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

চিঠির বিষয়বস্তু
চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রিয় মিয়াঁ সাহেব, আপনার মায়ের মৃত্যুর খরব পেয়ে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি এই কঠিন সময়ে ভগবান যেন আপনাকে সমস্ত রকম কষ্ট সহ্য করার ক্ষমতা দেন। আপনার প্রতি আমার হৃদয়ের সমবেদনা থাকল’।

পাকিস্তানে সমস্ত বিরোধী দল এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগও ইমরান সরকারের বিরোধিতায় একজোট হয়েছে। নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম শরিফও পাকিস্তানের ইমরান খানের বিরোধিতায় সর্বোতভাবে লেগে পড়েছে। এই পরিস্থিতিতে নওয়াজ শরিফকে চিঠি লিখে প্রধানমন্ত্রী মোদী এটা প্রমাণ করে দিলেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এখনও পর্যন্ত সুন্দর সম্পর্ক বর্তমান।

X