ট্রাম্পের বিমানকে টক্কর দেবে প্রধানমন্ত্রী মোদীর নতুন বোয়িং-777, জানুন এই বিমানের বিশেষত্ব

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সুরক্ষার জন্য তালিকায় এবার নতুন সংযোজন হতে চলেছে দুটি বোয়িং-৭৭৭ এয়ারক্রাফ্ট (Boeing 777) ৷ মিসাইল হানা এড়ানোর ক্ষমতা রাখে, এমন দুটি বিমান এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এয়ার ইন্ডিয়ার বিমানের তালিকায় জায়গা পাবে ৷ সেপ্টেম্বরের মধ্যেই ভারতে চলে আসছে এই বিমানগুলি ৷ প্রথম বোয়িং-৭৭৭ বিমানটি আমেরিকা থেকে আসছে অগাস্টের শেষে ৷ তার পরের মাসেই আরও একটি বিমান আসবে বলে সূত্রের খবর ৷

বিমানগুলির বিশেষত্ব হল, এগুলিতে সেলফ প্রোটেকশন স্যুটস (SPS) থাকছে ৷ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেসার্স(Aircraft infrared countermeasures) , অত্যাধুনিক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম থাকছে ৷ যা যে কোনও মিসাইল হানা থেকে রক্ষা করবে এই বিমানগুলিকে ৷ অনেকটা মার্কিন প্রেসিডেন্টের জন্য তৈরি ‘এয়ারফোর্স ওয়ান’-এর ধাঁচেই তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এই বিশেষ বোয়িং-৭৭৭ বিমানগুলি ৷

https://twitter.com/TheWolfpackIN/status/1268038057258696705

,এয়ার ইন্ডিয়ার দুটি Boeing 777-300ER বিমানকেই আমেরিকার ডালাসে বোয়িংয়ের একটি কারখানায় পাঠানো হয়েছিল ভিভিআইপি-দের জন্য সেগুলি নতুন করে তৈরি করার জন্য ৷ দুটি বিমানেরই বয়স ৩ বছরের কম ৷ এবং খুব কমই ব্যবহার করা হয়েছে সেগুলি ৷ এর আগে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং-৭৪৭ বিমানগুলি ভিভিআইপি-দের জন্য ব্যবহার করা হত ৷ সেগুলি দুই শতাব্দী পুরনো ৷ তাই এবার সেগুলি সরিয়ে প্রধানমন্ত্রীর জন্য আসছে মার্কিন প্রেসিডেন্টের ধাঁচে নতুন করে সাজানো এয়ার ইন্ডিয়ার দুটি বোয়িং-৭৭৭ বিমান ৷

modi 22 2

ভারতের প্রধানমন্ত্রী গত ২৬ বছর ধরে এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করছিলেন।  বোয়িং-৭৭৭ বিমান  ভারতে হস্তান্তর করা হয়েছিল তবে কম সুরক্ষার ব্যবস্থার কারণে বিমান দুটিই মার্কিন যুক্তরাষ্ট্রকে অত্যাধুনিক সুরক্ষা কভার সরবরাহের জন্য ফেরত পাঠানো হয়েছিল। এখন আগস্ট ও সেপ্টেম্বরে এই বিমানগুলি ভারতে হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর