প্রেসিডেন্ট জো বিডেনকে প্রথমবার প্রধানমন্ত্রী মোদীর ফোন, জানুন কি কথা হল দুই নেতার মধ্যে

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন মসনদে বেশ জাঁকিয়ে বসেছেন রাষ্ট্রপতি জো বিডেন (joe biden)। তাঁর সঙ্গে এবার সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। নির্বাচনে জয়লাভের পরও, মার্কিন মসনদের দায়িত্ব পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল বিডেনকে। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কোন মতেই তাঁর অধিকার ছাড়তে নারাজ ছিলেন।

এই নিয়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন ট্রাম্প সমর্থকরা। রাজধানীর সেই উত্তেজনার দৃশ্য দেখে নিন্দায় সরব হয়েছিল গোটা বিশ্ব। অবশেষে ট্রাম্পের পরাজয়ের পর হোয়াইট হাউস দখল করেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন।

bvbvb

নির্বাচনে জয়ের পর বিডেনকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি অভিনন্দন জানিয়েছিলেন আমেরিকার ভাইস প্রেসিডন্ট তথা ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকেও। তবে এবার সরাসরি বিডেনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী।

রাষ্ট্রপতি বিডেনের সঙ্গে কথা হওয়ার পর সেকথা নিজেই ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী মোদী। মোদী জি জানিয়েছেন, ‘বিডেনের জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আঞ্চলিক সমস্যা এবং আমাদের যৌথ প্রাধান্যের বিষয়ে আমাদের দুজনের মধ্যে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়েও একে অন্যকে সাহায্য করার আশ্বাসও দিয়েছি’।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমি এবং বিডেন নিয়ম-মাফিক আন্তর্জাতিক সম্পর্ককে দৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে দুদেশের মধ্যেকার সম্পর্ককে আরও মজবুত করে তোলার বিষয়েও আলোচনা হয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর