বছর শেষে বঙ্গে আসছেন মোদি! কোন কোন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে আসছেন বছরের শেষে। নমামি গঙ্গে পরিষদের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৩০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ রাজ্যে আসছেন। এছাড়াও প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের।

জানা যাচ্ছে একই মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মোদি। তবে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটির উদ্বোধন করবেন সেটি হল বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে। এছাড়াও উদ্বোধন হবে বন্দে ভারত এক্সপ্রেস থেকে জোকা- তারাতলা মেট্রো রেল পরিষেবা। সূত্রের খবর,এই প্রকল্প গুলোর উদ্বোধন হবে ভার্চুয়াল মাধ্যমেই।

 

শীতের মরশুমে একেবারে বছরের শেষে রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী। নমামি গঙ্গে পরিষদের অনুষ্ঠান উপস্থিত হয়ে যে প্রকল্পগুলির সূচনা করবেন তিনি সেগুলি হল:

১. হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের

২. জোকা-বিবাদীবাগ মেট্রো লাইনের জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হবে এদিন

৩. শিলান্যাস করা হবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের পুনর্গঠনের কাজের। এই প্রকল্পে খরচ হবে ৩৩৫ কোটি টাকা

৪. আম্বারি ফালাকাটা-নিউ ময়নাগুড়ি- গুমানিহাট ডাবলিং লাইনের কাজের। ১৪৬.০১ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে ৮৮.১৭ কিমি পথ

 

৫. ডাবলিং লাইনের কাজের সূচনা হবে নিমতিতা-ফারাক্কায়। এই প্রকল্পের জন্য খরচ হবে ২৫৪ কোটি টাকা

৬. ডানকুনি-চন্দনপুরের চতুর্থ লাইন নির্মাণের কাজের উদ্বোধন। ৫৬৫ কোটি টাকা ব্যয় করা হবে ২৫.৪১ কিলোমিটার দীর্ঘ এই পথ তৈরি করতে

৭. বইঁচি-শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণের কাজের উদ্বোধন। রেল কর্তৃপক্ষ ২৫.৮৩ কিলোমিটার এই পথ তৈরি করতে খরচা করবে ৪০৫ কোটি টাকাnarendra modi 1

বহু প্রতিক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস এবার চালু হবে বাংলাতে। হাওড়া থেকে মাত্র ছয় ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি। অন্যদিকে, বারাণসী- কলকাতা এক্সপ্রেসওয়ে নিয়ে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী বৃহস্পতিবার বৈঠক করেন জেলা আধিকারিকদের সাথে। এই বৈঠকে জমি অধিক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। জানা গিয়েছে, এই এক্সপ্রেসওয়ে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার উপর দিয়ে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর