রিপোর্টঃ শুধুমাত্র রাজনৈতিক স্তর নয়, স্টাইল স্টেটমেন্টেও বিশ্বের নজর কাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), একজন প্রতিভাবান, সুদক্ষ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ বললেও কম বলা হবে। ১৩৬ কোটির দেশ চলছে তাঁর কথাতেই। দেশের রাজনীতির যে কোন রকম সমস্যার দ্রুত সমাধান রয়েছে তাঁর কাছে। শুধুমাত্র অন্তর্দেশীয়ই নয়, বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে মোদী মহিমা।

ভারতের এই মহান নেতার সময়কালে দেশের নাম বিশ্বের স্বনামধন্য দেশের তালিকায় ঢুকে পড়েছে। বিভিন্ন ক্ষমতাবান দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর কূটনৈতিক ক্ষমতাও সকল অসম্ভবকে সম্ভব করে তুলতে সক্ষম হয়েছে।

bdbdbk

শুধুমাত্র তাঁর কাজ নয়, তাঁর স্টাইল স্টেটমেন্টেও নজর কাড়া। প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন স্টাইল রপ্ত করতে কম্পিটিশন শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে। প্রধানমন্ত্রী যা পড়েন, বিশেষত যেভাবে তিনি পড়েন, পরবর্তীতে তাই ট্রেন্ড হয়ে যায়। তবে তাঁর এই স্টাইল স্টেটমেন্ট শুধুমাত্র দেখানোর জন্য নয়, এর পেছনেও বৃহত কোন কারণ লুকিয়ে থাকে।

style statement of narendra modi

দেশ মধ্যস্থ কোন কাজে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী মোদীকে বিভিন্ন রূপে দেখতে পাওয়া যায়। যখন তিনি মন্ত্রী ক্যাবিনেট যাচ্ছে, তখন একদম অফিসিয়াল লুকে দেখা যায় তাঁকে। আবার যখন সেনাদের সঙ্গে সীমান্ত অঞ্চলে সাক্ষাতে যাচ্ছেন, তখন সেনাদের উৎসাহিত করতে একদম একজন ভারতীয় সৈনিকের বেশে দেখা যায় তাঁকে। অপরদিকে যখন নির্বাচনী প্রচারে যাচ্ছেন, তখন পোশাকের দিকে থেকেও একেবারে আক্রমণাত্মক রূপে দেখা যায় তাঁকে।

I4OJXIRDRA3G3BFWOFRWLLCVVM

জানা গিয়েছে, ছোট থেকেই তিনি একরকম। অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন ভাবেই প্রকাশ্যে আসেন। তবে এইসকল পোশাকের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর প্রথম পছন হল- হাঁফ হাতা কুর্তা, পাজামা এবং সত্রী। তবে বর্তমান সময়ে এই হাঁফ হাতা কুর্তাকে মোদী কুর্তাও বলা হয়ে থাকে। আর এই ধরণের পোশাকেই তাঁকে বেশিরভাগ সময় দেখা যায়।

pmmodi 1518705536

তবে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তাঁর পোশাকও পরিবর্তিত হয়ে যায়। যেমন বিদেশ ভ্রমণকালে, এই হাঁফ হাতা কুর্তার বদলে তাঁর পছন্দ ফুল সাদা হাতা শার্ট, সত্রীর জায়গায় ডিজাইনার স্যুট। আবার বিশেষ বিশেষ জায়গায় তাঁর এই পোশাকের ধরণও অনেক বদলে যায়। বিভিন্ন সময়ে তাঁর এই স্টাইল স্টেটমেন্টেই তামাম দেশবাসী তাঁর ফ্যান হয়ে যায়।


Smita Hari

সম্পর্কিত খবর