৭৮ বছরে এই প্রথম! এবার বিরাট নজির গড়তে চলেছেন প্রধানমন্ত্রী মোদী, জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পোল্যান্ড এবং ইউক্রেন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে, এবার ফের একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ৩ থেকে ৪ সেপ্টেম্বর ব্রুনেই সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ তিনি ব্রুনেই সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হবেন। এদিকে এই সফরের মূল উদ্দেশ্য হল ব্রুনেইয়ের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সহযোগিতার প্রসার ঘটানো।

ব্রুনেই সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi):

জানিয়ে রাখি যে, ভারত এবং ব্রুনেই তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ তম বার্ষিকী উদযাপন করছে। ব্রুনেই হল দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। এই দেশটি তার সমৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের জন্য (বিশেষ করে তেল ও গ্যাস) পরিচিত। ভারত এবং ব্রুনেইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। তবে, প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) এই সফর এই সম্পর্ককে আরও গভীর করার সুযোগ করে দেবে।

   

সিঙ্গাপুর এবং আমেরিকা সফর: ব্রুনেই সফরে প্রধানমন্ত্রী ব্রুনেইয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং সেখানকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি সিঙ্গাপুর ও আমেরিকা সফর করবেন। ৪ থেকে ৫ সেপ্টেম্বরে সিঙ্গাপুর সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সফরে মোদী জাতিসংঘ সাধারণ পরিষদ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে অংশ নেবেন। জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SCO সম্মেলনের জন্য সম্প্রতি পাকিস্তান সফরের আমন্ত্রণও পেয়েছেন।

Prime Minister Narendra Modi is going to set a great precedent this time.

ব্রুনেই সফরের উদ্দেশ্য: প্রধানমন্ত্রীর এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতা। ভারত ও ব্রুনেইয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ব্রুনেইয়ের সুলতানের সাথেও দেখা করবেন। যা দুই দেশের মধ্যে ব্যক্তিগত সম্পর্ককেও জোরদার করবে।

আরও পড়ুন: “ধর্ষণের সময়….”, আর জি কর কাণ্ডের প্রতিবাদে কবিতা লিখে জেলে গেলেন পাক ব্লগার, উত্তাল পাকিস্তান

দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস: ১৯৮৪ সালে ভারত ও ব্রুনেইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতির মতো ক্ষেত্র। ব্রুনেইতে ভারতীয় সম্প্রদায়েরও বাস রয়েছে। যা এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ককে শক্তিশালী করে তুলেছে।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের আগেই চোটের সম্মুখীন ভারতের এই তারকা খেলোয়াড়! মাথায় হাত টিম ইন্ডিয়ার

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ৩ টি দেশে সফর করবেন: জানিয়ে রাখি যে, আগামী সেপ্টেম্বরে ৩ টি দেশে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রথম পর্যায়ে তিনি সিঙ্গাপুর ও ব্রুনেইতে যাবেন। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে প্রধানমন্ত্রীর এই সফর। সফরের প্রথম পর্বে তাঁর থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, বিমসটেক সম্মেলন স্থগিত হওয়ায় তিনি এখন থাইল্যান্ডে যাবেন না। তবে, সফরের দ্বিতীয় দফায় আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদেও ভাষণ দেবেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যেও ভাষণ দেবেন বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর