বাংলা হান্ট ডেস্ক: সদ্যই মধ্যপ্রদেশের খারগোন জেলার বারওয়াহের বাসিন্দা আয়ুষ কুন্ডলের সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে সেই তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, আয়ুষের সঙ্গে সাক্ষাৎ তাঁর জন্য একটি অবিষ্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রতিবন্ধী শিল্পী আয়ুষ। এর আগে তিনি সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গেও দেখা করেছেন। আয়ুষ প্রতিবন্ধী হলেও পা দিয়েই ফুটিয়ে তোলেন অনবদ্য সব ছবি। তবে, সদ্য প্রকাশিত ছবিটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁকে স্বামী বিবেকানন্দের একটি ছবি সহ দেখা গিয়েছে।
এদিকে, আয়ুষের সাথে দেখা করার পর, প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজকে আয়ুষের সাথে সাক্ষাৎ আমার জন্য একটি অবিষ্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে। আয়ুষ যেভাবে অঙ্কন আয়ত্ত করেছেন এবং তাঁর পায়ের আঙ্গুল দিয়ে তাঁর আবেগকে আকার দিয়েছেন তা সকলকে উদ্বুদ্ধ করবে। অনুপ্রেরণা পেতে, আমি তাঁকে টুইটারে অনুসরণ করছি।”
উল্লেখ্য যে, আয়ুষ খারগোন থেকে ৮০ কিলোমিটার দূরে বারওয়াহ নগরে থাকেন। জন্মগত ত্রুটির কারণে তিনি পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারেন না। এমনকি, তাঁর হাতও কাজ করতে অক্ষম। ঠিকঠাক কথা বলতে না পারলেও সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখেই তিনি সৃষ্টি করে চলছেন তাঁর অনবদ্য শিল্প।
গত বছর পা দিয়েই সুপারস্টার অমিতাভ বচ্চনের একটি ছবি এঁকেছিলেন আয়ুষ। পরবর্তীকালে পরিবারের সাথে মুম্বাই গিয়ে অমিতাভের বাংলোয়ে উপস্থিত হয়ে বিগ বি’র হাতে সেই ছবি তিনি তুলে দেন। তাঁর শিল্প দেখে অভিভূত হন অমিতাভ। টুইটারে আয়ুষের আঁকা ছবি শেয়ার করে ভূয়সী প্রশংসা করেন মিস্টার বচ্চনও!