বাংলা হান্ট ডেস্ক : শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha)। জনতা জনার্দনের মন বুঝতে তাই এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। আর এবার দেশের তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতের মুসলমানদের (Indian Muslim) ভবিষ্যৎ নিয়ে বড় বয়ান দিয়েছেন তিনি।
পরপর দুবার মসনদ জয়ের পর তৃতীয় ইনিংস জেতার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। এইদিন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ১০ বছর আগের তুলনায় আজ ভারতের জনগণের প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন। নমোর কথায়, ‘মানুষ বুঝতে পেরেছে যে আমাদের দেশ টেক অফ করতে প্রস্তুত। তারা চায় এই ফ্লাইটটি এগিয়ে চলুক এবং তারা জানে যে এটি নিশ্চিত করার সেরা পক্ষই তাদের এখানে নিয়ে এসেছে।’
আরও পড়ুন : প্রথম ৫ থেকে আউট অনুরাগের ছোঁয়া, মুখ রক্ষা করল তোমাদের রাণী! বেঙ্গল টপার কে? রইল পাশা পাল্টানো TRP List
এরপরেই প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ কী? আসলে বিজেপি শাসনামলে প্রায়শই মুসলিমদের নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়। বিরোধীদের দাবি, বিজেপি সরকার মুসলিম বিদ্বেষী। এইদিন সাক্ষাৎকারেও এই প্রসঙ্গ উত্থাপন করা হলে তিনি পারসিদের সাফল্য নিয়ে আলোচনা শুরু করেছিলেন। উল্লেখ্য, পারসি সম্প্রদায় হল ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের মধ্যে অন্যতম।
আরও পড়ুন : বারাণসীতে মোদীর বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী! মমতার মুখে এল বড় নাম
এইদিন প্রধানমন্ত্রী সরাসরি মুসলমানদের প্রসঙ্গ উত্থাপন না করেই বলেন, ‘বিশ্বের অন্য কোথাও নিপীড়নের মুখোমুখি হওয়া সত্ত্বেও, তারা ভারতে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে এবং সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করছে। এটা থেকে স্পষ্ট যে ভারতীয় সমাজে কোনও ধর্মীয় সংখ্যালঘুর প্রতি বৈষম্যের অনুভূতি নেই।’