বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার পড়শি দেশে চিনে সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মূলত, আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিন শহরে সম্পন্ন হতে চলা SCO (সাংহাই সহযোগী সংস্থা) আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর এটি হবে মোদীর প্রথম চিন সফর।
চিন সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi):
জানিয়ে রাখি যে, তিনি (Narendra Modi) শেষবার ২০১৯ সালে চিন সফর করেছিলেন। জানা গিয়েছে, ওই সম্মেলনে SCO সদস্য দেশগুলির সঙ্গে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে সন্ত্রাসবাদ এবং বাণিজ্যের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও, ভারত-চিন সম্পর্কে স্থিতিশীলতা এবং সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা চালানো হবে। শীর্ষ সম্মেলনের সময় রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে, এর আগে ২০২৪ সালের অক্টোবরে, কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) এবং শি জিনপিং দেখা করেছিলেন। এরপরে, দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানোর প্রচেষ্টা তীব্র হয়। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদীর এই চিন সফর খুবই গুরুত্বপূর্ণ।কারণ মোদীর চিন সফরের সংবাদটি এমন এক সময়ে সামনে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং গত মঙ্গলবার নয়াদিল্লির রাশিয়ান তেল ক্রয়ের অব্যাহত থাকার কারণে উল্লেখযোগ্য হারে শুল্ক বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: ছিল না কলেজে ভর্তির টাকা! জানতে পেরেই দুস্থ মেধাবী ছাত্রীকে সাহায্য করে ফের মন জিতলেন পন্থ
SCO শীর্ষ সম্মেলন: জানিয়ে রাখি যে, SCO মানে হল “Shanghai Cooperation Organisation”। যেটি ২০০১ সালের ১৫ জুন চিনের সাংহাই শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি বহুপাক্ষিক সংস্থা। যা সদস্য দেশগুলির মধ্যে নিরাপত্তা, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা উন্নীত করার জন্য বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন করে।
আরও পড়ুন: বিধানসভা ভোটকে “পাখির চোখ” করে শুরু প্রস্তুতি! চার সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির
SCO শীর্ষ সম্মেলন কবে সম্পন্ন হয় এবং এতে কয়টি দেশ জড়িত: উল্লেখ্য যে, SCO শীর্ষ সম্মেলন প্রতি বছর সম্পন্ন হয়। সদস্য দেশগুলির মধ্যে একটির সভাপতিত্বে এটি সম্পন্ন হয়। যা পর্যায়ক্রমে নির্ধারিত হয়। সর্বশেষ SCO শীর্ষ সম্মেলনটি ২০২৩ সালের ৪ জুলাই ভারতের সভাপতিত্বে ভার্চুয়ালি সম্পন্ন হয়েছিল এদিকে, এক শীর্ষ সম্মেলনটি ২০২৪ সালে কাজাখস্তানে সম্পন্ন হয়েছিল। SCO-তে মোট ৯ টি সদস্য দেশ রয়েছে। যার মধ্যে রয়েছে চিন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ইরান। এছাড়াও, মঙ্গোলিয়া, বেলারুশ, আফগানিস্তানের মতো দেশগুলি SCO-তে পর্যবেক্ষক দেশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।