নয়া পর্বের প্রথম করোনা ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেয়ার করলেন ছবি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সোমবার অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে টিকাকরণের নয়া পর্ব। এই পর্বে ৬০ বছরের বেশি বয়স্ক এবং ৪৫ উর্দ্ধ অসুস্থ ব্যক্তিদের করোনা টিকাকরণের বিষয়ে জানা গিয়েছিল। এই নতুন পর্বের টিকাদানের শুরুতেই প্রথম ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী মোদী।

সোমবার সকাল ৬ টা ২৫ মিনিট নাগাদ দিল্লীর এইমসে ভারত বায়োটেকের করোনা টিকা নেন প্রধানমন্ত্রী মোদী। পুদুচেরির বাসিন্দা পেশায় একজন দক্ষ নার্স নার্স পি নিভেদা, প্রধানমন্ত্রীকে করোনা টিকা দেন। প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়ার প্রসঙ্গে বহুদিন ধরেই নানা আলোচনা চললেও, আজ সকালে ভ্যাকসিন নিয়েই নিলেন প্রধানমন্ত্রী মোদী।

ভ্যাকসিন নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমি দিল্লীর এইমস থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম। এই মারণ রোগের বিরুদ্ধে বিশ্বকে দ্রুত শক্তিশালী করে তুলতে, আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা অবিস্মরণীয় কাজ করে চলেছেন। সকলে মিলে ভারতকে করোনামুক্ত করে তুলতে হবে। তাই যারা এবারের টিকা নিতে পারবেন, তারা সকলেই এসে টিকা নিয়ে নিন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর