একমাসের মধ্যে দ্বিতীয়বার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী মোদী! আগামীকাল যোগ দেবেন সেনার অনুষ্ঠানে

Published on:

Published on:

Prime Minister Narendra Modi visits Kolkata for the second time in a month.

বাংলা হান্ট ডেস্ক: রবিবার সন্ধ্যায় কলকাতায় (Kolkata) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মাসের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর। এর আগে গত ২২ অগাস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রবিবার আসাম থেকে সরাসরি কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী সোমবার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে ১৬ তম জয়েন্ট কমান্ডারস কনফারেন্স-২০২৫-এর উদ্বোধন করবেন তিনি।

কলকাতায় (Kolkata) পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী:

এদিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীর আগেই পৌঁছেছেন। পাশাপাশি, ৩ সেনাবাহিনীর প্রধান সিডিএস অনিল চৌহান সহ উচ্চ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। সেনা সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই সম্মেলনে মন্ত্রী এবং অফিসাররা মূলত সংস্কার এবং পরিবর্তন নিয়ে কথা বলবেন। সেনাবাহিনীতে প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যতে কীভাবে সেগুলি এগিয়ে নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী একে একে সবার সঙ্গে কথা বলবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা: উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর আগমনের আগে রাজভবনে (Kolkata) এসপিজি মোতায়েন করা হয়েছে। প্রতিটি গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কলকাতা পুলিশের আধিকারিকরা পুরো প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। রবিবার রাতে প্রধানমন্ত্রী রাজভবনে থাকবেন।

আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি! ৯৯ শতাংশ জিনিসপত্রের ওপর কমেছে ট্যাক্স, GST-র প্রসঙ্গে কী জানালেন নির্মলা সীতারমণ?

প্রধানমন্ত্রীর এই সফরটি ৫ টি রাজ্য জুড়ে চলছে। যার মধ্যে মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার রয়েছে। এই সফরে তিনি ৭১,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উল্লেখ্য যে, জয়েন্ট কমান্ডারস কনফারেন্স হল একটি দ্বিবার্ষিক, শীর্ষ-স্তরের ফোরাম। যেটি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা এবং কৌশল নির্ধারণের জন্য দেশের শীর্ষ অসামরিক এবং সামরিক নেতৃত্বকে একত্র করে।

এই বছরের সম্মেলনের মূল বিষয় হল “সংস্কার বছর – ভবিষ্যতের জন্য রূপান্তর”। এই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হবে বলে অনুমান করা হচ্ছে। যার মধ্যে রয়েছে উচ্চ প্রতিরক্ষা সংস্কারের অগ্রগতি, সমন্বিত থিয়েটার কমান্ড তৈরি এবং দেশীয়ভাবে উন্নত প্রযুক্তি গ্রহণ।

আরও পড়ুন: “কোহলির ৫০ বছর খেলা উচিত”, জানালেন তালিবান নেতা, রোহিতের বিষয়েও দিলেন প্রতিক্রিয়া

অপারেশন সিঁদুর সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হতে পারে: এছাড়াও, এই আলোচনার একটি প্রধান বিষয় হল অপারেশন সিঁদুর থেকে অর্জিত অভিজ্ঞতা। যা গত মে মাসের গোড়ার দিকে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী আস্তানাগুলিতে ভারতের ত্রি-সেনা বাহিনীর একটি প্রত্যাঘাত ছিল।

উল্লেখ্য যে, কলকাতায় (Kolkata) প্রধানমন্ত্রী একটি নতুন মণিপুর ভবন সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী মোদীর সফরকে সামনে রেখে, কলকাতা পুলিশ রবিবার এবং সোমবার বেশ কয়েকটি প্রধান সড়কে পণ্যবাহী যানবাহণের জন্য যান চলাচল এবং পার্কিং নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। রবিবার বিকাল ৩ টে বেজে ৩০ মিনিট থেকে রাত ৮ টা এবং সোমবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এই বিধিনিষেধ বলবৎ থাকবে।