বাংলাহান্ট ডেস্ক : গত মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন জাদুসম্রাট পিসি সরকারের মেজ মেয়ে মৌবনী সরকার (Moubani Sorcar)। পাত্র সৌম্য চন্দননগরের বাসিন্দা। মৌবনীর বিয়ে নিয়ে বিনোদুনিয়ায় রীতিমতো আলোচনার ঝড় উঠেছিল। বহু খ্যাতনামা তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই হেভিওয়েট বিয়েতে। এবার নবদম্পতিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নববিবাহিত মৌবনীকে (Moubani Sorcar) শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী। তবে সশরীরে আসতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই বার্তাটি আবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন মৌবনী। কী লিখেছেন মোদী?

কী লিখলেন প্রধানমন্ত্রী: মৌবনীর পোস্ট করা ছবিতে লেখা রয়েছে, ‘মৌবনী এবং সৌম্য একসঙ্গে পথচলা শুরু করেছে। এই পথ আরও সুন্দর হয়ে উঠুক, এই কামনা করি। পরস্পরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় জীবনকে এগিয়ে নিয়ে চলুক তাঁরা। সারা জীবন একসঙ্গে থাকুক, পরবর্তী প্রজন্মকে নিয়ে ভালো থাকুক। ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ’।
আরও পড়ুন : ২৭-এ মেগা হিয়ারিং, ৩২ লক্ষের কাছে পৌঁছাবে কমিশনের নোটিশ, SIR নিয়ে এল বড় আপডেট
কৃতজ্ঞতা প্রকাশ মৌবনীর: স্বয়ং প্রধানমন্ত্রীর থেকে এমন বার্তা পেয়ে উচ্ছ্বসিত মৌবনী (Moubani Sorcar)। বার্তাটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এর থেকে বেশি খুশি আর কিছুতেই হওয়া যায় না। আমার এবং সৌম্যর বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালোবাসা সহ এই বার্তা পেয়ে আমরা ভীষণ খুশি। আমাদের আশীর্বাদ করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের তরফ থেকে আপনাকে জানাই প্রণাম।’
আরও পড়ুন : বছর শেষে বড় উপহার, তিন জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলে
প্রসঙ্গত, বিয়ের পর চুটিয়ে সংসার করছেন মৌবনী। চন্দননগর ইতিমধ্যেই এক্সপ্লোর করে ফেলেছেন তিনি। আপাতত উত্তরবঙ্গে মিনি হানিমুন সেরেছেন তাঁরা। আগামীতে প্যারিস যাওয়ার ইচ্ছা রয়েছে মৌবনীর।












