হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় ভাষণ, মন ছুঁয়ে গেল উপস্থিত জনতার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার হলদিয়ায় ঝটিকা সফর বাংলায় বক্তৃতা দিয়ে মন জিতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সভার মঞ্চে প্রবেশ করে বাংলার মা, ভাই, বোনের উদ্দেশ্যে বেশ কিছু কথা বাংলায় বললেন। উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করতে এসে, কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সরকারকেও।

বাংলার মানুষের মন জয় করতে মঞ্চে উঠেই বাংলায় বললেন, ‘আমার প্রিয় মা, বোন, ভাই ও বন্ধুরা। মেদিনীপুরের এই পবিত্র মাটিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিপ্লবি ক্ষুদিরাম বসুর রক্তে রক্তিম হয়েছে এই ভূমি। এই মাটিতে তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই মাটির বীর সন্তান বিদ্যাসাগর মহাশয়, বাঙালীকে বর্ণপরিচয় দিয়েছে। মেদিনীপুরের এমন মাটির গুণে আমি মুগ্ধ’।

রবিবার হলদিয়ায় আসার আগে শনিবার সন্ধ্যায় বাংলায় লিখে ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্পর্কিত খবর

X