জন্মবার্ষিকীকে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী, শ্রদ্ধা ভরা পোস্ট করলেন মুখ্যমন্ত্রীও

বাংলাহান্ট ডেস্কঃ ১৮৯৩ সালে শিকাগোতে প্রথম বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার সময় আগুন ঝরানো বক্তৃতা প্রদানকারী স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) আজ ১৬০ তম জন্মবার্ষিকী। আর আজ তাঁরই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ভরা পোস্ট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

উত্তর কলকাতার সিমলায় ১৮৬৩ সালের ১২ ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত। ছোট থেকেই দারুণ মেধা সম্পন্ন নরেন্দ্র নাথ দত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসে জীবনের নতুন পথের দিশা পান। জীবনে সফলতার পথে চলতে চলতে হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ।

আজ এই মহামানবের জন্মবার্ষিকীতে ট্যুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘জন্ম জয়ন্তীতে মহান স্বামী বিবেকানন্দকে অনেক শ্রদ্ধা জানাই। তিনি তাঁর জীবন উৎসর্গ করে দিয়েছিলেন জাতীয় জাগরণের পথে। নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে অনুপ্রাণিত করেছেন তিনি। আমাদের দেশকে নিয়ে তাঁর দেখা স্বপ্নকে আসুন আমরা একসঙ্গে সকলে সত্যি করে তুলি’।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এই মহান মানুষকে শ্রদ্ধা জানিয়ে তুলে ধরেছেন স্বামীজির বাণী। মুখ্যমন্ত্রী লেখেন, ‘তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে।… আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর