বাংলা হান্ট ডেস্ক: নিজের ব্যক্তিগত দেহরক্ষকের সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জর্ডনের রাজকুমারী তথা দুবাইয়ের রানী হায়া বিন্ত হুসেন (Haya bint Hussein)! সম্প্রতি এমন রিপোর্টই প্রকাশ্যে এসেছে। হায়া দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রাশিদ আল মাখতুমের (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) ষষ্ঠ ও সর্বকনিষ্ঠ পত্নী ছিলেন। যদিও ২০১৯ সালেই তাঁকে তালাক দেন রাশিদ আল মাখতুম।
আন্তর্জাতিক এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সাল থেকেই ৩৭ বছর বয়সী দেহরক্ষক রাসেল ফ্লাওয়ারের (Russell Flawer) সঙ্গে গোপন অভিসারে মত্ত হন ৪৬ বছরের হায়া। প্রায় ২ বছর তাদের মধ্যে চলে দুরন্ত প্রেম। তবে এই সম্পর্ক যাতে আর কেউ না জানে তাই প্রেমিক দেহরক্ষককে কয়েক কোটি টাকার দামি উপহার দিয়েছিলেন হায়া। এর মধ্যে ১২ লক্ষের ঘড়ি ও ৫০ লক্ষ টাকার একটি বন্দুকও রয়েছে। এর পাশাপাশি অন্যান্য কয়েকজন দেহরক্ষীর মুখ বন্ধ রাখার জন্যও নাকি তাদের দামি উপহার দিতেন হায়া।
কিন্তু কথাটি গোপন থাকেনি। রানী ও দেহরক্ষীর গোপন সম্পর্কের কথা কানে যায় দুবাইয়ের শাসকের। যদিও তিনি কোনও পদক্ষেপ নেওয়ার আগেই ২০১৮ সালে দুবাই ছেড়ে লন্ডনে পালিয়ে আসেন রানী হায়া। এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শরীয়ত আইন মেনে হায়াকে তালাক দেন রাশিদ আল মাখতুম। অন্যদিকে, সন্তানদের অধিকার চেয়ে লন্ডনের আদালতে মামলা ঠোকেন হায়া। সেই মামলায় অবশ্য রায় তাঁর পক্ষেই গিয়েছে।