১২ বছর পর্যন্ত শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের গ্রাফ অনেকটাই নীচে নেমে এসেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নবান্ন থেকে এক বড় ঘোষণা করলেন। তিনি বললেন, ‘টিকাকরণের হার বাড়ানোর পাশাপাশি, করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে, ১২ বছর পর্যন্ত শিশুদের মায়েদের টিকাকরণে প্রাধান্য দিতে হবে’।

বর্তমান সময়ে কিছুটা হলেও কমেছে সংক্রমণের মাত্রা। বাস, ট্রেন চলাচলের ক্ষেত্রে এখনও জারি রয়েছে বিধি নিষেধ। তবে এই সময় ভ্যাকসিনের উপর জোর দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় ২ কোটি ডোজ দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রায় ৩৩ লক্ষ সুপার স্প্রেডারকে। তবে কেন্দ্র সরকার নীতি বদল করার, ভ্যাকসিনের যোগান কিছুটা কমে গিয়েছিল’।

Mamata banerjee PTI 1 1

কেন্দ্রের দিকে কিছুটা আক্রমণের তীর ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৩ কোটি টিকা চেয়েও পাইনি। ২ কোটি আমরা নিয়ে ১ কোটি বেসরকারিকে দিতাম, কিন্তু তা হয়নি। প্রতিদিন প্রায় ৩ লক্ষ করে টিকা দেওয়া হয়েছে। তবে গত ৭-৮ দিন ঠিকমত দেওয়া হয়নি। আবারও টিকাকরণের হার বাড়িয়ে প্রতিদিন ৪ লক্ষ করে টিকা দিয়ে, ১০ দিনে সংক্রমণ অনেকটা কমিয়ে আনতে হবে’।

07dddbc4f7c049e479a67af9e0c3dcd8 5e7ae3692e380

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের বেশি আক্রান্ত হওয়ার কথা মাথায় রেখে তিনি বলেন, ‘জুলাইয়ের মধ্যেই ৭০ লক্ষ ভ্যাকসিন দিয়ে দেব, প্রায় ৩ কোটি কমপ্লিট করে দেব। তবে এক্ষেত্রে শিশুদের কথা মাথায় রাখতে হবে। প্রায় ১২ বছর বয়স পর্যন্ত শিশুরা মায়েদের উপরই নির্ভর করে থাকে। তাই এক্ষেত্রে শিশুদের রক্ষা করতে, ১২ বছর পর্যন্ত শিশুদের মায়েদের টিকাকরণে প্রাধান্য দিতে হবে। যাতে করে কোনভাবে মায়ের কাছ থেকে শিশু যেন সংক্রমিত না হয়ে পড়ে’।

Smita Hari

সম্পর্কিত খবর