শাহজাহানের হাতে খুন বাবা! উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে সন্দেশখালির প্রীতমের স্বপ্ন এখন IPS

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ১-এ (Sandeshkhali) সুখের সংসার ছিল প্রদীপ মণ্ডলের। স্ত্রী, দুই ছেলেকে নিয়ে বেশ ভালোই ছিলেন তিনি। গ্রামে একটা দোকান, খানিক জমিজমা এবং ভেড়ি ছিল তাঁদের। ছেলেদের একটি নামী স্কুলে ভর্তিও করিয়েছিলেন। কিন্তু ২০১৯ সালে আচমকা ঝড় ওঠে এই সুখের সংসারে। সেই বছরই গুলি করে খুন করা হয় প্রদীপকে। অভিযোগ, নেপথ্যে ছিল শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এবং তাঁর গুন্ডাবাহিনী।

২০২১ সালে ছেলেদের হাত ধরে সন্দেশখালি ছেড়ে বেরিয়ে আসেন প্রদীপের (Pradip Mondal) স্ত্রী পদ্মা মণ্ডল। স্বামীর মৃত্যুর পর থেকে খানিক অভাবের মধ্যেই সংসার চলছে তাঁদের । কিন্তু দুই ছেলের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে অবিচল পদ্মা। বড় ছেলে প্রীতম (Pritam Mondal) এবার উচ্চমাধ্যমিক দিয়েছিলেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে। উচ্চমাধ্যমিকে ৪৮৩ (HS Result 2024) পেয়ে মায়ের মুখে হাসি ফুটিয়েছে প্রীতম। তাঁর স্বপ্ন আইপিএস অফিসার হওয়া। এবার সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রস্তুতি নিয়ে চায় সে।

প্রীতমের মা পদ্মা বলেন, ‘২০২১ সালে বাড়িতে হামলা করা হয়। সব কিছু লুটপাট করে নেওয়া হয়েছিল’। সেই বছরই ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে সন্দেশখালি ছাড়ার কথা ঠিক করেন। দুই ছেলের হাত ধরে গ্রাম ছেড়ে বেরিয়ে আসেন তিনি। প্রীতম এই বছর উচ্চমাধ্যমিক দিয়েছে। ছোট ছেলে অনুভব দ্বাদশ শ্রেণিতে উঠল।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান বাহিনী! ঠান্ডা করতে এবার চরম পদক্ষেপ CBI-র

পদ্মা জানান, গ্রামে তাঁদের কিছু জমিজমা এবং ভেড়ি রয়েছে। সেগুলি লিজে নেওয়া। সেগুলো দেখাশোনার জন্য মাঝেমধ্যে গ্রামে যেতে হয়। তবে নিয়মিত সন্দেশখালি যান না। সেই ঘটনার সঙ্গে জড়িত এখনও কয়েকজন গ্রামে আছেন। তাই আতঙ্ক তো একটা রয়েছেই, জানান প্রদীপের স্ত্রী। তাই সেই আতঙ্কের পরিবেশ ছেড়ে বেরিয়ে ছেলেদের বড় করার লক্ষ্যে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছেন তিনি।

প্রীতমের মা বলেন, ‘ওঁর বাবা চাইতো দুই ছেলে ভালো কিছু করুন। প্রীতম আজ এত ভালো রেজাল্ট করেছে। ওঁর বাবা যদি থাকতো তাহলে ভীষণ খুশি হতো’। উচ্চমাধ্যমিকে অভাবনীয় সাফল্যের পর প্রীতমের লক্ষ্য আইপিএস অফিসার হওয়া। এখন থেকেই ইউপিএসসির জন্য পড়াশোনা শুরু করে দিতে চায় সে। সেই কারণে ছেলেকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পদ্মা।

Pradip Mondal Pritam Mondal Sandeshkhali

বিগত প্রায় দু’বছর ধরে গ্রামছাড়া। সন্দেশখালিতে ফেরার কথা কি ভাবছেন? প্রশ্ন করা হয়েছিল প্রদীপের স্ত্রীকে। জবাবে বলেন, ‘অভিযুক্তরা এখনও বাইরে। তাই এখনই সেখানে পাকাপাকিভাবে ফেরার কোনও প্রশ্ন নেই’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর