বাংলা হান্ট ডেস্ক: পৃথ্বী শ (Prithvi Shaw) এবং বিতর্ক রীতিমতো ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে টিম ইন্ডিয়ার বাইরে থাকা এই ব্যাটার বিভিন্ন বিতর্কের কারণেই বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। মাঠে ভালো পারফর্ম করলেও, বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। এমতাবস্থায়, ফের সেই বিষয়ের পুনরাবৃত্তি ঘটল। মূলত, মহারাষ্ট্র এবং মুম্বাইয়ের মধ্যে সম্পন্ন হওয়া প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করার পরও, পৃথ্বী শ মুম্বাইয়ের তরুণ অলরাউন্ডার মুশির খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এখন, পৃথ্বীর বিরুদ্ধে তদন্ত চলছে। যার ফলে তাঁর সমস্যা আরও বেড়েছে।
ফের বিতর্কের সম্মুখীন পৃথ্বী শ (Prithvi Shaw):
মুম্বাই-মহারাষ্ট্রের মধ্যে প্র্যাকটিস ম্যাচের প্রথম দিনেই, পৃথ্বী শ (Prithvi Shaw) এবং মুশির খানের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়েছিল। যা সকলকে হতবাক করে। অভিযোগ করা হয়েছিল যে, মুশির এবং মুম্বাইয়ের কিছু খেলোয়াড় পৃথ্বীকে স্লেজিং করেছিলেন। এরপর তিনি মুশিরের কলার ধরে তাঁকে ব্যাট দিয়ে আঘাত করার হুমকি দেয়। এমতাবস্থায়, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বিষয়ে পৃথক তদন্ত শুরু করছে।
Heated exchange between Prithvi Shaw and Mumbai players after his wicket! pic.twitter.com/l9vi1YgeYs
— INSANE (@1120_insane) October 7, 2025
বিষয়টির তদন্ত করবেন “কর্নেল”: একটি রিপোর্ট অনুসারে, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) সচিব অভয় হরপ জানিয়েছেন যে, মুম্বাইয়ের সিলেকশন কমিটির সভায়, দলের কোচ, অধিনায়ক এবং খেলোয়াড় (মুশির)-কে ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও বলেন যে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং MCA উপদেষ্টা দিলীপ বেঙ্গসরকার খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি তদন্ত করবেন। “দ্য কর্নেল” নামে পরিচিত বেঙ্গসরকার মুম্বাই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কও ছিলেন এবং একসময় তিনি BCCI-এর প্রধান নির্বাচক ছিলেন।
আরও পড়ুন: চলতি বছরে মিলেছে দুর্ধর্ষ রিটার্ন! ৫০ টাকারও কমের এই শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা
এদিকে, শুধু MCA নয়, বরং, মহারাষ্ট্র অ্যাসোসিয়েশনও একই রকম তদন্ত করবে। মহারাষ্ট্র অ্যাসোসিয়েশনের সচিব অ্যাডভোকেট কমলেশ পিসাল রিপোর্টে জানিয়েছেন যে, তাঁরা রিপোর্টের অপেক্ষায় আছেন এবং রিপোর্টে যদি কোনও গুরুতর সমস্যা পাওয়া যায় তাহলে তাঁরা উভয় খেলোয়াড়ের সঙ্গেই কথা বলবেন। পিসাল স্পষ্ট করে বলেছেন যে, খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে যদি কোনও শৃঙ্খলা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শুধু মোবাইল নয়, এবার গাড়ি এবং স্মার্টওয়াচ থেকেও হবে UPI পেমেন্ট, ঘোষণা RBI গভর্নরের
বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে: উল্লেখ্য যে, ২০২৫-২৬ রঞ্জি ট্রফি মরশুম শুরুর আগে, মুম্বাই এবং মহারাষ্ট্রের মধ্যে ৩ দিনের একটি প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচটি পৃথ্বীর (Prithvi Shaw) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যিনি গত মরশুম পর্যন্ত মুম্বাইয়ের অংশ ছিলেন। কিন্তু এই বছর দল পরিবর্তন করে মহারাষ্ট্রে চলে এসেছেন। এরপর প্রথমবারের মতো মুম্বাইয়ের মুখোমুখি হন পৃথ্বী। ম্যাচের প্রথম দিনেই সেঞ্চুরি করে ব্যাট হাতে তাণ্ডব চালান এই তারকা ওপেনার। কিন্তু আউট হওয়ার পর মুশির তাঁকে এমন কিছু বলেন, যার ফলে পৃথ্বী রেগে যান এবং তিনি সরাসরি মুশিরের মুখোমুখি হন।