বাংলা হান্ট ডেস্কঃ শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস এবং ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টসে জিতে চেন্নাইকে ব্যাটিং করতে পাঠায় দিল্লির অধিনায়ক পন্থ। প্রথমে ব্যাটিং করে দিল্লির কাছে 189 রানের টার্গেট ছুঁড়ে দেয় চেন্নাই। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে চেন্নাইকে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে দিল্লি।
SHAWshank Redemption! #DCvsCSK #IPL2021 #PrithviShaw pic.twitter.com/SToLgILNkX
— Wasim Jaffer (@WasimJaffer14) April 10, 2021
এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান। পৃথ্বী শ 38 বলে 72 রান এবং শিখর ধাওয়ান 53 বলে 85 রানের মারকাটারী ইনিংস খেলেন। এই দুজনের ব্যাটে ভর করে সহজেই জয় তুলে নিয়েছে দিল্লি।
SHAWshank Redemption! #DCvsCSK #IPL2021 #PrithviShaw pic.twitter.com/SToLgILNkX
— Wasim Jaffer (@WasimJaffer14) April 10, 2021
https://twitter.com/NiPuN__045/status/1380739858155544583?s=20
Dhoni Batting Zero
Fielding of #CSK Zero
Captaincy of Dhoni Zero.Dhoni needs to retire now..!!
— Udit 🎙️ (@udit0201) April 10, 2021
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার পর টুইটারে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছে পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান। অনেকেই তাদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। ব্যাটিং করার সময় পৃথ্বী শ এবং শিখর ধাওয়ানের মধ্যে ছিল সুন্দর বোঝাপড়া যা প্রশংসা কুড়িয়ে নিয়েছে নেট মাধ্যমে। অপরদিকে ম্যাচ হেরে ট্রোলের শিকার হতে হল ধোনিকে। এই ম্যাচে ব্যাট হাতে শূন্য রানে আউট হন ধোনি যা নিয়ে সমালোচনা শুনতে হয়েছে তাকে। এছাড়াও এই ম্যাচে ধোনির অধিনায়কত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলে দিয়েছে অনেকে। অনেকেই দাবি করেছেন এবার আইপিএল থেকেও অবসর নিয়ে নেওয়া উচিৎ ধোনির।