ভোররাতে ভস্মীভূত হালিশহরের কাঠের গোডাউন, ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ টাকার সম্পত্তি

বাংলাহান্ট ডেস্কঃ আগুনে ভস্মীভূত হয়ে গেল হালিশহরের (halishahar) কাঠের গোডাউন। হালিশহরের রেল বাইন্ডারি রোডের এক কাঠের গোডাউনে আনুমানিক ভোর ৩ টের সময় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বর্তমানে দমকলের ৪ টি ইঞ্জিন উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিস্তীর্ণ এলাকা জুড়ে হওয়া হালিশহরের এই গোডাউনটিতে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে আগুন লেগে গেল, তা নিয়ে তদন্ত চলছে। জানা গিয়েছে, এই গোডাউনের বাইন্ডারি টপকে অনেক সময় অনেক দুস্কৃতীরা সেখানে ঢুকে রাতে নেশা করে, আড্ডা দেয়।

jbkjcbakcba

আগুনে ভস্মীভূত হওয়ায় গোডাউন কর্তৃপক্ষের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তারক্ষী জানিয়েছেন, যখন গোডাউনে আগুন লাগে, তখন তিনি গোডাউনের অন্যপাশে ছিলেন। ঠিক কি করে আগুন লাগে তা এখনও পরিষ্কার নয়। আগুন লাগার পেছনে কোন রকম আগুনের ফুলকি ছিল বলে ধারণা করেছে দমকল কর্মীরা। কিন্তু কিভাবে সেখানে আগুনের ফুলকি গেল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৩ টে নাগাদ ওই গোডাউনে আগুন লেগেছে বলে বুঝতে পারেন এলাকাবাসীরা। গোডাউনের পার্শ্ববর্তী এলাকা বেশি ঘিঞ্জিপূর্ণ হওয়ায়, আগুন ছড়িয়ে যাওয়ার ভয়ে দ্রুতই তাঁরা দমকলে খবর দেয়। ঘন্টাখানেকের মধ্যে সেখানে দমকলের ৪ টি ইঞ্জিন এবং পুলিশ পৌঁছায়। দ্রুত সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে তাঁরা। যার ফলে কিছুক্ষণেই মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর