বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো প্রিয়া সাহাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রিয়া সাহাকে বরখাস্ত করা হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয় সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা: নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ই জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে দেখা করেন। প্রিয়া সাহা সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে বলে বাংলাদেশে সংখ্যালঘুরা ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় হয়ে যায় বাংলাদেশ। প্রিয়া সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় জনতা। এমনকি তার বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়।