নিজের আলাদা পরিচয় আছে, ‘নিক জোনাসের স্ত্রী’ বলায় সংবাদ মাধ‍্যমকে ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সফলতম অভিনেত্রীদের মধ‍্যে একজন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। ‘মিস ওয়ার্ল্ড’ এর খেতাব জয় থেকে শুরু করে বলিউডের প্রথম সারিতে জায়গা বানানো, আজ নিজের দমে হলিউডের একজন নামী অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। যতই তিনি জনপ্রিয় মার্কিন গায়ক নিক জোনাসকে (nick jonas) বিয়ে করুন না কেন, নিজস্ব পরিচয়েই পরিচিত হওয়ার যোগ‍্যতা রাখেন প্রিয়াঙ্কা।

আর ঠিক এই কারণেই ‘দেশি গার্ল’ এর ব‍্যাড বুকে গেল এক বিদেশি সংবাদ মাধ‍্যম। বলিউড, হলিউড মিলিয়ে চূড়ান্ত ব‍্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘ম‍্যাট্রিক্স রিসারেকশনস’।  একাধিক জনপ্রিয় হলিউড অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা। আপাতত সেই ছবির প্রচারে ব‍্যস্ত রয়েছেন তিনি।


সম্প্রতি একটি বিদেশি সংবাদ মাধ‍্যমে ওই ছবির প্রচার সম্পর্কিত প্রতিবেদনের কিছু অংশ নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। প্রতিবেদনে তাঁর পরিচয় দেওয়া হয়েছে ‘নিক জোনাসের স্ত্রী’ হিসাবে। বিষয়টা নজর এড়ায়নি প্রিয়াঙ্কার।

সঙ্গে সঙ্গে প্রতিবেদনটি শেয়ার করে তিনি কটাক্ষ ছুঁড়েছেন, ‘সর্বকালের সবথেকে আইকনিক ফিল্ম ফ্র‍্যাঞ্চাইজিকে প্রোমোট করছি আমি। আর এখনো আমাকে পরিচয় দিতে হচ্ছে, ‘এর স্ত্রী হিসাবে’। দয়া করে বোঝান এখনো মহিলাদের সঙ্গেই এমনটা কেন হয়? আমি কি আমার IMDb লিঙ্কটা এখানে জুড়ে দেব?’ স্বামী নিককেও ট‍্যাগ করেছেন অভিনেত্রী।


উল্লেখ‍্য, সপ্তাহ খানেক আগেই ‘জোনাস ব্রাদারস ফ‍্যামিলি রোস্ট’শো তে এসেছিলেন প্রিয়াঙ্কা। নিজের স্বামীকে বেশ ভালোভাবেই ‘রোস্ট’ করেছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন, তাঁদের মধ‍্যে দশ বছরের ব‍্যবধান। নিক তাঁকে টিকটক করা শিখিয়েছেন। আর তিনি শিখিয়েছেন অভিনয়ে সফল কেরিয়ার কীভাবে বানাতে হয়।

এখানেই শেষ নয়। প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, নিককে তাঁর জনপ্রিয়তার নিরিখে চিনতেনই না তিনি। ‘দেশি গার্ল’ শুধু জানতেন নিক হলেন কেভিন জোনাসের ‘ছোট্ট ভাই’। আকারে ইঙ্গিতে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছিলেন, দুজনের মধ‍্যেই তিনিই বেশি জনপ্রিয়। স্বাভাবিক ভাবেই এখন এমন কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন পিগি চপস।

সম্পর্কিত খবর

X