ভারতীয় রীতি মেনে হলিউডি ছবির শুটিং শুরু করলেন প্রিয়াঙ্কা চোপড়া, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের দেশি গার্ল অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka chopra) এখন পাকাপাকি ভাবে আমেরিকার বাসিন্দা। সেখানেই স্বামী নিকের সঙ্গে নিজের সংসার পেতেছেন তিনি। তবে মাঝে মাঝে এ দেশেও এসে কিছুদিন ছুটি কাটিয়ে যান পিগি চপস। সেই সঙ্গে বলিউডে ছবির শুটিং তো রয়েছেই। মোট কথা বিদেশে সংসার পাতলেও দেশি আদব কায়দা কিন্তু একেবারেই ভুলে যাননি প্রিয়াঙ্কা।

priyanka chopra wedding
কিছুদিন ধরেই একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, হলিউডে একটি ছবির শুটিং সেটে নারকেল ফাটিয়ে শুটিং শুরু করছেন অভিনেত্রী। বলিউডে সব ছবির শুটিং শুরুর আগেই শুটিং সেটে নারকেল ফাটানো হয়। এই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। শুটিং শুরুর আগে নারকেল ফাটানোকে শুভ বলে মানা হয়। সিনেপাড়ায় বিশ্বাস, ছবির শুটিং শুরুর আগে নারকেল ফাটানো হলে সেই ছবি বক্স অফিসে বেশ সাফল‍্য পায়।

https://www.instagram.com/p/B-2U3ApjJOV/?igshid=bytabqg13sok

সেই রীতি মেনেই হলিউডেও ছবির শুটিং সেটে নারকেল ফাটাতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। সেই সঙ্গে সবাইকে এই রীতির ব‍্যাপারে বোঝাতেও দেখা যায় তাঁকে। আসলে এই ভিডিও বেশ কিছুদিনের পুরোনো। আবার নতুন করে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।

https://www.instagram.com/p/B_LmXXCjg_t/?igshid=1kw1bi6id29cu

প্রিয়াঙ্কা যে হলিউডে গিয়েও দেশি রীতিনীতি ভোলেননি তা দেখে অভিভূত নেটিজেনরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা অভিনেত্রীকে। তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও।

https://www.instagram.com/p/B_HTQsxntEJ/?igshid=1u9fyta8wejij

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায‍্য দান করেছেন প্রিয়াঙ্কা। তাঁর এই অনুদানে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী মোদী। টুইট বার্তায় প্রিয়াঙ্কাকে ধন‍্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘কোনও ব‍্যক্তি বা কোনও সংস্থা, প্রফেশনালস বা কোনও তারকা সকলেই ভারতের সুন্দর ভবিষ‍্যতের স্বার্থে এগিয়ে আসছেন। পিএম কেয়ারস ফান্ডে যোগ দেওয়ার জন‍্য প্রিয়াঙ্কা চোপড়াকে অশেষ ধন‍্যবাদ।’
মোদীর এই টুইটের উত্তরে প্রিয়াঙ্কাও পাল্টা প্রধানমন্ত্রীকে ধন‍্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন‍্যবাদ শ্রী নরেন্দ্র মোদী। একত্রে আমরা সত‍্যিই বলীয়ান। যারাই এই মহৎ কাজে এগিয়ে এসেছেন তাদের সকলকে ধন‍্যবাদ।’

Niranjana Nag

সম্পর্কিত খবর