বাংলা হান্ট ডেস্ক : মাতৃত্বের অনুভূতি হচ্ছে সবচেয়ে মধুর একটা অনুভূতি। নয় মাস সন্তানকে গর্ভে ধারণ করার পর তাকে ভূমিষ্ঠ করার যে খুশি তা মুখে বলে বোঝানো কঠিন। তবে ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়িকাই রয়েছেন যারা নিজেরা হয়ত সন্তান গর্ভে ধারণ করেননি তবে সারোগেসির (Surrogacy) মাধ্যমে সন্তানলাভ করেছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ তারকার নাম রইল।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। যদিও সেই মেয়েকে তিনি পেটে ধরেননি। বরং সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
শিল্পা শেঠি (Shilpa Shetty) : মা হওয়ার পর থেকেই অভিনয় জগত থেকে বেশ খানিকটা দূরত্ব তৈরি করে নিয়েছেন শিল্পা। এখন তার জগত কেবল স্বামী এবং সন্তানকে ঘিরেই। তবে অনেকেই হয়ত জানেননা যে, শিল্পার দ্বিতীয় সন্তান সারোগেসির মাধ্যমেই হয়েছে।
প্রীতি জিন্টা (Preity Zinta) : বিয়ের পর থেকেই একপ্রকার বিদেশিনী হয়ে গিয়েছেন ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্টা। কিছুদিন আগেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বাকিদের মত প্রীতিও সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন।
সানি লিওনি (Sunny Leone) : নীল ছবির তারকা থেকে বলিউড অভিনেত্রী হওয়ার সফরটা খুব একটা সহজ ছিলনা। তবে তার এই দুই সন্তানকেই সারোগেসির মাধ্যমেই জন্ম দিয়েছেন তিনি।
কিরণ রাও (Kiran Rao) : বলি তারকা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-কে বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে এখন যদিও অভিনেত্রী হয়ে নয় বরং প্রযোজক হিসেবেই তিনি বেশি জনপ্রিয়। তিনিও নিজের সন্তানকে গর্ভে ধারণ করেননি। তিনিও সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার