কাকতাড়ুয়ার মতো পোশাক, নতুন লুকে ছবি শেয়ার করতেই চরম ট্রোল হলেন প্রিয়াঙ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিজের ‘অদ্ভূত’ পোশাকের জন‍্য মাঝে মাঝে সংবাদ শিরোনামে উঠে আসেন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। তাঁর ফ‍্যাশন সেন্স নিয়ে কারোরই সন্দেহের অবকাশ না থাকলেও মাঝে মধ‍্যেই নিজের লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসেন পিগি চপস। আর এর জেরেই ট্রোলের সম্মুখীনও হতে হয় প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি একটি নতুন আউটফিটে ছবি ও ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা। প্লাঞ্জিং নেকলাইন সহ কালো স্বচ্ছ একটি পোশাকে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন অভিনেত্রী। কিন্তু প্রথমে এই পোশাকের সঙ্গে কালো স্টিলেটো পরলেও পরে ‘ক্রকস’ জুতোয় দেখা যায় প্রিয়াঙ্কাকে।


অভিনেত্রীর এই ছবি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। এমন অদ্ভূত পোশাক পছন্দের জন‍্য তুমুল ট্রোল হতে থাকেন প্রিয়াঙ্কা। এমনকি মিমও বানানো শুরু হয় তাঁকে নিয়ে। অবশ‍্য পোশাক নিয়ে ট্রোল প্রিয়াঙ্কার কাছে নতুন নয়। এর আগেও গ্র‍্যামির অনুষ্ঠানে ডিপ নেকলাইনের পোশাক পরে চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন তিনি।

https://www.instagram.com/p/CIo_4vpD3XP/?igshid=lr5iywpkxlgh

প্রসঙ্গত, সম্প্রতি নিজের ছোটবেলার একটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। বলিউডের ‘দেশি গার্ল’ এর এই শৈশবের ছবি দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। একেবারেই চেনা যাচ্ছে না ছোট্ট প্রিয়াঙ্কাকে। বাবার সেনা ইউনিফর্ম পরে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করা মাত্রই ভাইরাল।

ক‍্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এই ছবিটি আমার আগামী বইয়ের অ্যালবাম থেকে নেওয়া। বাবার সেনা ইউনিফর্ম পরে তাঁর পেছন পেছন ঘুরতে আমার খুব ভাল লাগত। আমি বড় হয়ে বাবার মতো হতে চাইতাম। বাবা আমার আদর্শ ছিলেন। আমার অ্যাডভেঞ্চারের নেশাটাকে বাবা খুব উৎসাহ দিত। ছোট বয়সেও আমি নতুন কিছু খুঁজে বেড়াতাম। আমি এমন কিছু করতে, খুঁজতে চাইতাম যা আগে কেউ করেনি। আমি সবসময় প্রথম হতে চাইতাম। সেটা আমাকে এখনো তাড়না দেয়।’

X