ছেলে সহজকে নিয়েই জন্মদিন পালন করলেন প্রিয়াঙ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০১৯কে বিদায় জানিয়ে ২০২০কে স্বাগত জানিয়েছেন সবাই। প্রিয়জনদের সঙ্গে বর্ষবরণের উৎসবে সামিল হয়েছেন তারকারাও। বছরের শেষ দিনটা ও নতুন বছরের প্রথম দিন দুটোই দারুন ভাবে স্পেশাল। তার মধ্যে যদি আবার কারওর জন্মদিন থাকে তাহলে তো সোনায় সোহাগা। গত ৩১ জানুযারি ছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের জন্মদিন। নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গেই দিনটা পালন করেন তিনি।

এক তো বছর শেষ হয়ে নতুন বছর শুরুর আনন্দ, তার ওপর জন্মদিনের উচ্ছাস। সেটা পুরোপুরিই দেখা গেল প্রিয়াঙ্কার মুখে। একটা না দুটো না, তিন তিনটে কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। তবে এই সবগুলোই ছিল সারপ্রাইজ। অভিনেত্রী নিজেও জানতেন না তাঁর জন্য কি অপেক্ষা করছে সেইদিন।

https://www.instagram.com/p/B6xYKz7jOLp/?utm_source=ig_web_copy_link

প্রথমে সহঅভিনেতা ও খুব ভাল বন্ধু যশের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন প্রিয়াঙ্কা। দুটি কেক নিয়ে অভিনেত্রীর বাড়িতে হাজির হন যশ। প্রসঙ্গত, এরপর যশের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা।

https://www.instagram.com/p/B6tA54DDsea/?utm_source=ig_web_copy_link

অপরদিকে এদিন আরও একটি ইভেন্টে ছেলে সহজকে নিয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেও চলে আরেক প্রস্থ কেক কাটার পালা। অনুরাগীদের অনুরোধ ফেলতে পারেন না প্রিয়াঙ্কা। ছেলে সহজকে নিয়েই কেক কাটেন তিনি। প্রসঙ্গত, সহজ প্রিয়াঙ্কা ও তাঁর প্রাক্তন স্বামী রাহুল ব্যানার্জির ছেলে। রাহুলের সঙ্গে বিচ্ছেদের পর সহজকে নিয়ে একাই থাকেন প্রিয়াঙ্কা। এই বিচ্ছেদ নিয়ে বেশ তোলপাড় হয়েছিল নেটদুনিয়ায়। নেটিজেনদের অনেক সমালোচনার মুখেও পড়তে হয় প্রিয়াঙ্কাকে। এখন অবশ্য ছেলেকে নিয়ে ভালই আছেন তিনি।

X