বাংলা hunt ডেস্ক : আগামী বৃহস্পতিবার কার নেতৃত্বে আরও পাঁচ বছর এগোতে চলেছে দেশ , সেই বিষয়ে হদিশ পেতে চলেছি আমরা।ফের তৈরী হতে চলেছে মোদী সরকার, নাকি নতুন কোনও কিছুর ইঙ্গিত পেতে চলেছি আমরা তার দিশা দেখাবে দেশ।এমন একটি সময় বিতর্ক সৃষ্টি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, জানিয়েছেন মোদী নন , বরং প্রধানমন্ত্রী হিসেবে অমিতাভ বচ্চন কেই দেখতে পছন্দ করবেন তিনি।প্রসঙ্গত, ১৯৮৪ তে এলাহাবাদ থেকে নির্বাচনে দাড়িয়েছিলেন অমিতাভ।
প্রসঙ্গত, সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।ছবিটি বহুবছর আগের।সেই সময় নিজের ছবি ” পুকার ” এর কাজ নিয়ে ব্যস্ত বিগ বি।একদিন ছবির সেটে বাবা রনধীরের হাত ধরে শুটিং ফ্লোরে হাজির হলেন ছোট্ট করিনা।বিগ বির ছবির শুটিং দেখার পাশাপাশি সেটে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী , এখনও সেইদিনের ছোট্ট করিনার ছবি রয়েছে বিগ বির কাছে ।যা পোস্ট করে স্মৃতি মন্থন করলেন তিনি।
ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।প্রসঙ্গত,
গত ৮ ই মার্চ, ২০১৯ মুক্তি পেয়েছিলো ” কাহানী ” খ্যাত পরিচালক সুজয় ঘোষের ছবি ” বাদলা ” ।বিখ্যাত স্প্যানিশ থ্রিলার ” কন্ট্রাটিয়েম্পো ” এর অনুকরণে তৈরী এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু।থ্রিলার ধর্মীয় এই ছবিটি পরবর্তী সময়ে বক্স অফিসে দারুন সাফলতা লাভ করে।