ফিরল কেকে ঘটনার খারাপ স্মৃতি, শানের অনুষ্ঠানে পদপিষ্ট অনেকে, আহত একাধিক

বাংলাহান্ট ডেস্ক: অর্ধেক বছর কেটে গিয়েছে সঙ্গীতশিল্পী কেকে-র (KK) মৃত্যুর পর। কলকাতায় অনুষ্ঠান করতে এসে বেঘোরে প্রাণ দেন জনপ্রিয় গায়ক। সেই আতঙ্ক, হারানোর দুঃখ এখনো ভুলতে পারেনি কলকাতাবাসী। তার মধ্যেই ফের কলেজ ফেস্টে গানের অনুষ্ঠান নিয়ে হল বিশৃঙ্খলা। শানের অনুষ্ঠানে ভিড়ের চাপে আহত হলেন চার জন।

উত্তরপাড়া প্যারী মোহন কলেজের ফেস্টের শেষ দিনে ছিল বলিউড গায়ক শানের (Shaan) কনসার্ট। অনুষ্ঠান দেখতে নেমেছিল জনতার ঢল। সেই ভিড় সামলাতে পুলিস বাহিনী নামাতে হয়েছিল। আর তাতেই ভেঙে যায় ব্যারিকেড। মাঠে ঢুকতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে যায় অনেকেই। উপরন্তু বিশৃঙ্খলা সামলাতে লাঠিচার্জ করে পুলিস। তাতেই আহত হয় চারজন।

SHAAN
জানা যাচ্ছে, উত্তরপাড়া গভর্নমেন্ট কলেজের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শানকে চোখের সামনে দেখতে হুগলী অঞ্চলের অন্যান্য কলেজ থেকেও এসেছিল দর্শক। মাঠ অবশ্য ভর্তি হতেই গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শানের গাড়ি আসতেই গেট খুললে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে মানুষ। তখনি পুলিস লাঠিচার্জ করতে বাধ্য হয়। তাতেই আহত হয় চার জন।

এ প্রসঙ্গে উত্তরপাড়া সিপিএমের তরফে অভিযোগ করা হয় তৃণমূলের বিরুদ্ধে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে কোনো নির্বাচন হয়নি। এদিকে তৃণমূল টাকা তুলে এসব অনুষ্ঠান করছে। বিজেপির তরফেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে সবুজ শিবিরের বিরুদ্ধে। তৃণমূলের উপস্থিতিতেই এ ধরণের অব্যবস্থা হয়েছে। ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, অনেকে পদপিষ্টও হয়েছেন। অবশ্য তৃণমূল গোটা ঘটনাটার অভিযোগ অস্বীকার করেছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর