তৃণমূলের ইভেন্টে ঘটে গেলো ফের অনিয়ম, ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন কর্মীরা

তৃণমূলের ইভেন্টে ঘটে গেলো ফের অনিয়ম, কারন ঢুক্তে না পারায় আর আমন্ত্রন না পাওয়ায় বেজায় চটে যান ।  সোমবার নেতাজি ইনডোরে দলের কর্মসূচিতে যারা তথাকথিত আমন্ত্রণপত্র পাননি, তারা সেই নিয়ে অশান্তি শুরু করেন। এখানেই শেষ নয়, ভয় ডরকে কাচ কলা দেখিয়ে কোনওকিছুর তোয়াক্কা না করে পুলিশের ব্যারিকেড টপকে ঢুকে পড়েন ভিতরে।

‘দিদিকে বলো’- ক্যাম্পেনের পর একুশের ভোটের দিকে তাকিয়ে টিম প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন ইভেন্ট লঞ্চ করার জন্য আজ এই অনুস্টহানের আয়োজন করা হয়েছিলো। কিন্তু নেতাজি ইনডোরে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের জন্য ছিলও আমন্ত্রণপত্র । আর নিয়ম কড়াকড়ি করার জন্য তাতে আবার ছিলো  বারকোড। যাতে স্ক্যান করে ঢোকা যায়। আর তা অসুবিধা না হয় কনভাবেই।WhatsApp Image 2020 03 02 at 15.41.52আর নিমন্ত্রণ পত্রে তেমনই বারকোড রয়েছে বলেই তা স্ক্যান করে তবেই মন্ত্রী, নেতা, কর্মীদের ঢোকানোর কথা ছিল ভিতরে। তার পাশাপাশি এতো নিয়ম কানুনে অনেকেই ঢকার সময় বাধা পায় আর সাময়িক ভাবে তাতে তারা বেজায় চটে যান। কারন এর আগে এরকম অশান্তি দেখা গেছে বলে মনে হয়না। তবে আজ সকালে পরিস্থিতি যেন একটু বেশি বেসামাল হয়ে পড়েছিলো। কারন সকালে   যারা বিনা আমন্ত্রনে এসেছিলো তাদের সঙ্গে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি লেগে যায়তৃণমূলের কিছু কর্মীর। তার পর তা মুহূর্তে মারাত্মক অশান্তিতে পরিনতি পায়।

আর এলাকাও অশান্ত হয়। পরিস্থিতি বেগতিক হয়ে পরে।   গণ্ডগোল শুরু হয়ে যায় ইনডোরের ভিতরেও। কারণ, আমন্ত্রণ পত্রে বলা হয়েছে, কে কোন আসনে বসবেন। আর এই জন্য আরো ঝামীলা বেধে যায়। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি হয়। আর এই ঝামেলা সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। কারন দু পক্ষই বেগতিক হয়ে পড়ে। আর সবথেকে বড় কথা রাজনৈতিক কর্মসূচিতে এরকম আসন নির্দিষ্ট করে বসার আয়োজনও বলতে গেলে বাংলায় এই প্রথম।


সম্পর্কিত খবর