কৃষকদের দুর্দশার থেকে শাশুড়ি-বৌমার কূটকাচালি দেখা ভাল, ‘রিমলি’র শেষের খবরে ক্ষোভ টেলিপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: গুঞ্জনই সত‍্যি হল। একই প্রযোজনা সংস্থার দুটি সিরিয়ালই শেষ হয়ে যাওয়ার খবরে শিলমোহর দিলেন প্রযোজক। জি বাংলার রিমলি (rimli) এবং স্টার জলসার ধ্রুবতারা। টিআরপি দখলের ইঁদুর দৌড়ে তাল রাখতে না পারায় প্রতিযোগিতা থেকে ছেঁটে ফেলা হচ্ছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই দুই সিরিয়ালকে।

মাস কয়েক আগেই শুরু হয়েছিল রিমলি। এখনো ৩০০ পর্বেও পৌঁছাতে পারেনি। আর সে সম্ভাবনাও আর নেই। এতদিন গুঞ্জনের পর্যায়ে ছিল গোটা বিষয়টা। ধ্রুবতারা শেষের খবর সকলকে জানিয়ে দেওয়া হলেও রিমলি সত‍্যিই শেষ হচ্ছে কিনা তা জানানো হয়নি। ফলে কিছুটা আশা ছিলই। কিন্তু তাতেও জল ঢেলে প্রযোজক স্নিগ্ধা বসু জানালেন পুজোর আগেই শেষের ঘন্টা বেজে যাবে রিমলিতে।

IMG 20210912 023058 1
গ্রাম বাংলার কৃষকদের দেনায় জর্জরিত, মহাজনদের অত‍্যাচারে অতিষ্ঠ জীবন কাহিনি ফুটে উঠেছিল রিমলিতে। এমন বাস্তব চিত্র আগে কোনো সিরিয়ালেই দেখা যায়নি। সিরিয়ালের কাস্টেও ছিল চমক। ছিলেন বিদীপ্তা চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, মল্লিকা মজুমদারের মতো অভিনেতা অভিনেত্রীরা। তাও টিআরপির এমন দুর্দশা কেন?

ক্ষুব্ধ প্রযোজক বলেন, অতিমারিতে বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আর দুঃখ দুর্দশা দেখতে চাইছে না দর্শক। বরং তাদের আগ্রহ সেই একঘেয়ে শাশুড়ি বৌমার কূটকাচালি আর আজগুবি প্রেমের গল্পে। এমনকি যুগ বদলানোর প্রমাণ হিসেবে বউয়ের হাতে বরের মার খাওয়া দেখতেও রাজি দর্শক। নতুন কোনো ভাবনাই আনতে পারছে না কেউ।

রিমলির পরিচালক জানান আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্তই হবে রিমলির শুটিং। ২৬ তারিখ শেষ এপিসোড সম্প্রচারিত হবে। তবে শেষে এমন এক টুইস্ট থাকবে যা কখনো ভাবতেও পারেননি দর্শক। তার আগে ১৯ সেপ্টেম্বরই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার ধ্রুবতারা। এই সিরিয়াল তাও ৫০০ পর্বে পৌঁছাতে পেরেছে। কিন্তু রিমলিকে থামতে হচ্ছে মাত্র ২১৭ তেই। আবেগপ্রবণ পরিচালক জানান, রিমলিও তাঁর কাছে আগের দুই সিরিয়াল বকুল কথা এবং ফিরকি মতোই স্মরণীয় হয়ে থাকবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর