পানের দোকান থেকে কোটি টাকার হোটেল-গয়নার শোরুম! ‘কারও বাপের টাকায় করিনি’ দাবি তৃণমূল নেতার

বাংলাহান্ট ডেস্ক : এককালে পানমান্ডিতে কাজ করে আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। গেস্টহাউস, রিসর্ট, সোনার দোকান, ফ্ল্যাট কী নেই সম্পত্তির তালিকায়। শাসকদলের দাপুটে নেতা হওয়া সত্ত্বেও দল থেকে বহিষ্কৃত হয়ে আপাতত শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। এবার এহেন নেতার পাহাড় প্রমাণ সম্পত্তিকে নিয়েই তোলপাড় পূর্ব মেদিনীপুরের রাজনীতি। কথা হচ্ছে পূর্ব মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল নেতা দিবাকর জানাকে নিয়ে। জানেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ?

বাম আমলের শেষ দিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে প্রত্যক্ষ রাজনীতিতে হাতেখড়ি দিবাকরের। এর পরই ঝড়ের গতিতে উত্থান। শহিদ মাতঙ্গিনী ব্লকের জেলাপরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য প্রভৃতি পদের গদিতে বসেছেন তিনি। ২০২০ সালে বহিষ্কৃত হওয়ার পর যোগ দেন বিজেপিতে। বর্তমানে শুভেন্দু ঘনিষ্ঠ হলেও বিজেপির কোনও কর্মসূচিতেই অবশ্য দেখা মেলে না তাঁর। কিন্তু বিতর্ক কখনও পিছু ছাড়েনি এই নেতার। নাম জড়িয়েছে একাধিক কাণ্ডেও। কিন্তু বর্তমানে তিনি আলোচনায় তাঁর রাজনৈতিক জীবন নয়, বরং তাঁর পাহাড় প্রমাণ সম্পত্তির জন্যই।

হলুদ রঙের একটি প্রাসাদ সদৃশ বাড়ি। নাম প্রত্যুশা গেস্ট হাউস। এই বাড়িতেই বসবাস প্রাক্তণ ওই তৃণমূল নেতার৷ বাউন্ডারি ওয়াল দেওয়া চারতলা বাড়িটিতে বহুমূল্য আসবাব পত্র, এসি কী নেই! সামনে রয়েছে তাজমহলের ঢঙে একটি জলাশয়ও। তাতে রয়েছে ফোয়ারার ব্যবস্থা। সন্ধ্যে হলেই নানান রঙের আলোতে সেজে ওঠে এই বাড়ি। খাতায় কলমে বাড়ি তথা হোটেলটির মালিক দিবাকরের স্ত্রী তনুশ্রী জানা। কিন্তু কানাঘুষোয় শোনা যায়, এই বাড়ি তৈরির কয়েক কোটি টাকা নাকি মোটেই সৎ পথে আসেনি। শুধু এই বাড়িই নয়, পূর্ব মেদিনীপুরের সোনাঝুড়ি কাঁকটিয়া বাজারে একটি বিশাল গয়নার দোকানও রয়েছে দিবাকরের। নাম প্রত্যাশা জুয়েলার্স৷ এছাড়াও বেশ কয়েকটি ফ্ল্যাট, রিসর্ট, জমি মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা।dibakar jana 1

 

স্থানীয় তৃণমূল নেতা জয়দেব বর্মণের অভিযোগ, ‘দিবাকরের এই বিপুল সম্পত্তি এলাকায় দলের ভাবমূর্তি নষ্ট করছে। এককালে ঘনিষ্ঠতার জন্য এখনও আমাদের ভালো চোখে দেখে না এলাকার মানুষ। ২০১২ সাল থেকে ২০১৯ সালের মধ্যেই মোটামুটি ৫-৬ কোটি টাকার সম্পত্তি কিনেছে দিবাকর।’

তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা। বাড়ি নিয়ে দিবাকরের দাবি, ‘একটাই কথা বলব কারও বাপের টাকায় এই ব্যবসা বা সম্পত্তি কিনিনি৷ আমার পৈতৃক সম্পত্তি এবং মেহনত করেই এসব করেছি৷ তাও কারও যদি আপত্তি থাকে তাহলে সিস্টেম মতন আসুন। সব তথ্য দেব। এর চেয়ে বেশি কিছু বলব না।’ প্রসঙ্গত উল্লেখ্য, পৈতৃক সম্পত্তির কথা বললেও দিবাকরের বাবার একটি ছোটো পান দোকান ছিল বলেই স্থানীয় সূত্রে খবর। এই ব্যাপারে অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর