বাংলা হান্ট ডেস্কঃ ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। নবান্ন ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিলেও অভিযোগের অন্ত নেই। এবার এই ইস্যুতে সরাসরি বিধানসভায় (Legislative Assembly) আনা হল বিশেষ প্রস্তাব। সূত্রের খবর, সোমবার থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনে এই নিয়েই হবে সবচেয়ে বড় আলোচনা।
বিধানসভায় (Legislative Assembly) বিশেষ অধিবেশন
সোমবার বেলা ১১টা নাগাদ শুরু হয় বিধানসভার (Legislative Assembly) বিশেষ অধিবেশন। সূত্রের খবর, ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অধিবেশন, যদিও ৩ তারিখ করমপুজো উপলক্ষে ছুটি থাকবে। অধিবেশনের শুরুতেই হাইকোর্টের নির্দেশ মেনে গেটে বিজ্ঞপ্তি দেওয়া হয় যে, কোনও বিধায়ক বা মন্ত্রী তাঁদের নিরাপত্তারক্ষীকে অস্ত্রসহ ভেতরে আনতে পারবেন না।
এদিন অধিবেশনে বাংলা-বিরোধী মানসিকতার বিরুদ্ধে সংবিধানের ১৬৯ নং ধারা অনুযায়ী ‘নিন্দা প্রস্তাব’ আনা হয়। জানা গিয়েছে, মঙ্গল ও বৃহস্পতিবার এই বিষয়ে টানা দুই ঘণ্টা ধরে আলোচনা চলবে। মূলত এই প্রস্তাবকে কেন্দ্র করেই অধিবেশনের আয়োজন, যদিও SIR-এর বিরোধিতা ও নারী সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল নিয়েও আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে।
‘দাগি’ তালিকা নিয়ে বিতর্ক
অধিবেশনের আবহে আরও একটি ইস্যু ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে SSC-র ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের ‘দাগি’দের তালিকা। সেখানে শাসক দলের একাধিক নেতা-নেত্রী ও তাঁদের ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে। এমনকি মুখ্যসচেতক নির্মল ঘোষের পুত্রবধূর নামও তালিকায় থাকায় বিষয়টি নিয়ে সরগরম রাজনীতি। যদিও নির্মল ঘোষ জানিয়েছেন, আদালতই সত্য-মিথ্যা নির্ধারণ করবে।
আরও পড়ুনঃ দাগিদের তালিকা ঘিরে দ্বন্দ্ব তুঙ্গে, হাইকোর্টে মামলার মধ্যেই কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট
সব মিলিয়ে, ভিনরাজ্যে বাঙালিদের উপর হামলার অভিযোগ ঘিরে বিধানসভার (Legislative Assembly) বিশেষ অধিবেশন রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী দুই দিনের আলোচনায় তৃণমূল ও বিরোধীদের মধ্যে যে তুমুল বাকযুদ্ধ হবে, তা নিয়ে কোন সন্দেহ নেই।