বাংলাহান্ট ডেস্ক: ছবির প্রচারে কত কীই না করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। আর এখন তো প্রচারের জন্য নতুন নতুন সব পন্থা খুঁজে বের করছেন পরিচালক প্রযোজকরা। রাস্তায় বেরিয়ে যেমন প্রচার চলে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও ভিন্ন ধরণের উপায় খুঁজে বের করেন তাঁরা। গত কয়েক মাসে দেব (Dev) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) দুই তারকাই নিজেদের ছবির প্রচারে একে অপরকে টেক্কা দিয়েছেন।
এবার তাঁরা একসঙ্গে। বলা বাহুল্য, প্রচারে ধামাকা হবেই। ইতিমধ্যেই স্ট্যান্ড আপ কমেডি করে সবাইকে চমকে দিয়েছেন দেব প্রসেনজিৎ। নিজেদের ত্রুটি, ব্যক্তিগত জীবন নিয়েও ঠাট্টা করতে ছাড়েননি তাঁরা। এবার বিভিন্ন চ্যানেলের নন ফিকশন শো গুলিতে গিয়ে ‘কাছের মানুষ’ এর প্রচার করছেন দুই সুপারস্টার।
রবিবারের স্পেশ্যাল পর্বে গোটা কাছের মানুষ টিমকে নিয়ে হাজির হয়েছিলেন দেব প্রসেনজিৎ। প্রতিযোগী হয়ে এসেছিলেন ইশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়, শ্রীপর্ণা রায় এবং গীতশ্রী রায়। তবে গোটা পর্ব জুড়েই উপস্থিত ছিলেন দেব এবং প্রসেনজিৎ। প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন খেলায় সাহায্য করেছেন তাঁরা।
প্রথম রাউন্ডেই ছিল ফুচকা খাওয়ার খেলা। চার সুন্দরীর জন্য শেষমেষ ফুচকাওয়ালাও সেজেছিলেন দেব প্রসেনজিৎ। নিজে হাতে ফুচকায় আলু, টকজল ভরে খাইয়েছেন ইশা, সুস্মিতাদের। খেলা শেষে সঞ্চালিকা তথা প্রাক্তন নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্যও নিজে হাতে স্পেশ্যাল ফুচকা বানিয়ে খাওয়ান বুম্বাদা। নায়কের মুখে ফুচকা তুলে দেন দিদি নাম্বার ওয়ানও।
I know I know…Tomorrow will b a busy day for u all…
But kya Kare…Promotion toh kortei hobe..🙈
Team #KacherManush in #Didino1 @8.30pm tomorrow 🫰🏻@DEV_PvtLtd @prosenjitbumba @m_ishaa @Pathikrit91 pic.twitter.com/2lW3D28oRj
— Dev (@idevadhikari) September 24, 2022
অন্যদিকে দুজনকে দেখে মুখ কাঁদোকাঁদো দেবের। তাঁরও যে প্রথম ছবির নায়িকাই রচনাই। তাঁকেই কিনা ভুলে গেলেন সবাই! না, রচনা ভোলেননি। ফুচকা নিয়ে দেবকেও খাইয়ে দিয়েছেন তিনি। এদিনের পর্বের এক ঝলক শেয়ার করে দেব লিখেছেন, ‘আমি জানি, আমি জানি। আগামীকাল সবার জন্য খুব ব্যস্ত দিন হবে। কিন্তু কি আর করা যাবে, প্রোমোশন তো করতেই হবে!’