জন্মদিনের আগের রাত থেকেই পার্টি শুরু, নুসরত-যশের সঙ্গে নাইট ক্লাবে হুল্লোড় প্রসেনজিতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘ইন্ডাস্ট্রি’র জন্মদিন আজ। পায়ে পায়ে ৫৯ টি বসন্ত পার করে ফেললেন তিনি। যদিও তাঁকে দেখে তা বোঝা দায়। বয়সের ভ্রূকুটি হার মানে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের (Prosenjit Chatterjee) ক‍্যারিশ্মার কাছে। তবে তা বছরের জন্মদিনটা আরো স্পেশ‍্যাল বুম্বাদার কাছে। কারণ এ বছর তাঁর জন্মদিনেই মুক্তি পেয়েছে ‘কাছের মানুষ’ এর প্রযোজনায় তৈরি ছবি ‘কাছের মানুষ’।

৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দেব ও প্রসেনজিৎ অভিনীত কাছের মানুষ। তার আগের রাত থেকেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। শহরের এক নামী পাবে পার্টিতে মজেছিলেন দেব প্রসেনজিৎ। দুই ‘কাছের মানুষ’ এর সঙ্গে দেখা মিলল নুসরত জাহান এবং যশ দাশগুপ্তেরও। ছিলেন এসভিএফ প্রযোজনা সংস্থার কর্ণধার শ্রীকান্ত মোহতা।


একসঙ্গে একগুচ্ছ ছবি তুলেছেন দেব, নুসরত, প্রসেনজিৎ, যশ। কালো টিশার্ট, প‍্যান্টে সেজেছিলেন বার্থডে বয় প্রসেনজিৎ। দুপাশে যশ এবং নুসরতকে নিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। বেগুনি বডি হাগিং শর্ট ড্রেসে নজর কাড়লেন নুসরত। তাঁর জীবনসঙ্গীকে দেখা গেল সাদা জ‍্যাকেট এবং ডেনিম প‍্যান্টে।


দেব পরেছিলেন লাল সাদা চেক শার্ট এবং জিন্স। ইন্ডাস্ট্রির চার তারকা হাসিমুখে পোজ দিয়েছেন একসঙ্গে। এমনকি শ্রীকান্ত মোহতাকেও দেখা গেল যশ নুসরতের সঙ্গে পার্টিতে সামিল হতে। মাঝে এই জুটির সঙ্গে প্রযোজনা সংস্থার মনোমালিন‍্যের খবর ছড়িয়েছিল। নুসরত যশ এক সময় এই প্রযোজনা সংস্থার অত‍্যন্ত কাছের মানুষ ছিলেন। কিন্তু আচমকা দুজনেই এসভিএফ থেকে বেরিয়ে যান। অবশেষে প্রসেনজিৎই মিলন ঘটালেন তাঁদের।


প্রসেনজিতের জন্মদিনে গোটা ইন্ডাস্ট্রি থেকে শুভেচ্ছা বার্তা এসেছে। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ‍্যায়ও। বাবার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবি ফের সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে ছেলেকে ধন‍্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ। পাশাপাশি এদিন বুম্বাদার টিমের তরফেও তাঁর জন‍্য এক বিশেষ কেক এনে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত খবর

X