বাংলাহান্ট ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শিশুশিল্পী হিসেবে টলিউডে পা রেখেছিলেন তিনি। তারপর নায়ক হয়ে আত্মপ্রকাশ করতে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। কার্যত ইন্ডাস্ট্রির সর্বেসর্বা হয়ে উঠেছিলেন তিনি। কয়েক দশক ধরে অগুন্তি ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমা। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে শ্রদ্ধা, সম্ভ্রমও। টলিউডে সকলেই মেনে চলেন তাঁকে। তেমনই এই ইন্ডাস্ট্রির মানুষ, দর্শকদের ভালোবেসে ছেড়ে যেতে পারেননি প্রসেনজিৎও।
টলিউড নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎv(Prosenjit Chatterjee)
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে তাঁর ভূমিকা নিয়ে মুখ খোলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তিনি বলেন, তাঁর মনে হয় না তাঁকে কেউ কোনও প্রতিযোগিতায় ফেলে বলে। তবে একটা সময় ছিল যখন তিনি এই ধরণের প্রতিযোগিতায় সামিল হতেন। সে সময় প্রসেনজিতের (Prosenjit Chatterjee) ছবি মানেই ছিল হিট। তাঁর উপরে সকলে এতটাই নির্ভর করে থাকতেন যে সকলের ভরসা ছেড়ে দিয়ে কোথাও যেতে পারেননি তিনি।

কী বললেন অভিনেতা: এরপরেই প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) বলেন, তাঁকে নায়ক নয়, বরং সবাই মিলে প্রোডাক্ট বানিয়ে রেখেছিল। তাঁকে সবাই মিলে প্রথম করে রেখেছিল। তাঁর পক্ষেও অন্য কোথাও গিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়ানো সম্ভব ছিল না। তবে এখন পরিস্থিতিটা ভিন্ন। সদ্য বলিউডে পাও রেখেছেন তিনি।
ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রসেনজিৎ: প্রসেনজিতের (Prosenjit Chatterjee) কথায়, এখন যখন তিনি ময়ূরাক্ষীর মতো ছবি করতে পেরেছেন, ভিন্ন স্বাদের ছবি করতে পেরেছেন, এখন যখন উপলব্ধি করতে পেরেছেন যে তিনি আর কোনও প্রতিযোগিতায় নেই, তাই হিন্দি, মালয়ালম ভাষার মতো অন্য ছবিতে কাজ করতে পেরেছেন।
আরও পড়ুন : ‘জন্মেছো তো…’, বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে নিয়ে বড় মন্তব্য মিমির
প্রসঙ্গত, টলিউডের পাশাপাশি এখন মুম্বইতেও কাজ শুরু করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজ, ছবিতে কাজ করে হিন্দি বলয়ে নিজের ছাপ ফেলেছেন। আগামীতেও তাঁকে ভিন্ন ধারার ছবিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।












