‘খুব মনে পড়ছে…’, জন্মদিনে তাপস পালের ছবি শেয়ার করে আবেগঘন প্রসেনজিৎ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্রের মহারথীদের মধ্যে অন্যতম দুজন হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং তাপস পাল। এঁদের মধ্যে একজন এখনও রাজত্ব করছেন টলিউডে। বাংলা ছবি ছাড়াও হিন্দিতেও এখন নিজের প্রতিভা তুলে ধরতে শুরু করেছেন তিনি। তবে তাপস পাল প্রয়াত হয়েছেন আগেই। দীর্ঘ অসুস্থতার পর বছর কয়েক আগে প্রয়াত হন তিনি। মহাষ্টমীর দিন হঠাৎ পুরনো বন্ধুর স্মৃতিতে মগ্ন হলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)।

অষ্টমীর দিন জন্মদিন পালন করলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)

৩০ সেপ্টেম্বর মহা অষ্টমীর দিন জন্মদিন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের। পুজোর আমেজের মাঝেই জন্মদিনের আনন্দে মাতলেন তিনি। কিন্তু কোথাও যেন রয়ে গেল বিষাদের সুর। এদিন হঠাৎ করেই তাঁর মনে ভিড় করল প্রয়াত বন্ধুর স্মৃতি। বক্স অফিস কালেকশনের দিক দিয়ে প্রসেনজিৎ-তাপসের মধ্যে রেষারেষি থাকলেও বাস্তবে তাঁদের বন্ধুত্ব ছিল অটুট। এমনকি বাস্তব জীবনে দুজনের মধ্যে আরও এক মিল ছিল।

Prosenjit chatterjee remembered tapas paul on his birthday

কী লিখেছেন প্রসেনজিৎ: ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের জন্মদিনই পরপর। তাই নিজের জন্মদিনে বন্ধুর কথা মনে পড়েছে প্রসেনজিতের (Prosenjit Chatterjee)। প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’ লিখেছেন, ‘এই মুহূর্তে আমরা দুজন অনেক বছর একসাথে কেক কেটেছি …তোর ২৯ শে আমার ৩০ শে জন্মদিন…খুব মনে পড়ছে আজ তোর কথা…খুব ভালো থাকিস রে’।

আরও পড়ুন : অষ্টমীর নিরামিষে হোক স্বাদবদল, চেখে দেখুন পোস্ত পাতুরি, রইল সহজ রেসিপি

ইন্ডাস্ট্রি হারিয়েছে দুই তারকাকে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী এই চার মহারথী একসময় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন টলিউডে। কিন্তু দুই অভিনেতাকেই অকালে হারিয়েছে বাংলা চলচ্চিত্র জগৎ। মাঝেমধ্যেই পুরনো স্মৃতিতে আবেগঘন হয়ে উঠতে দেখা যায় প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee)।

আরও পড়ুন : হলিউড বাঁচাতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্ত, ক্ষতির মুখে ভারতীয় চলচ্চিত্র শিল্প?

প্রসঙ্গত, একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ এবং তাপস পাল। মঙ্গলদীপ, মস্তান, সংঘর্ষ এর মতো ছবিগুলি বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছিল। এমনই একটি ছবি থেকে একসঙ্গে দুজনের দৃশ্যের ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ।