অভিনয়ে তো নাম্বার ওয়ান, ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের যে এই গুণটাও রয়েছে তা জানতেন?

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিনে ইন্ডাস্ট্রির অমূল্য রত্ন স্বরূপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাবা নামী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হিসেবে ছোট থেকেই পরিচিতি পেলেও ইন্ডাস্ট্রিতে জায়গাটা কিন্তু তিনি নিজের দমেই বানিয়েছেন। প্রথম ছবি থেকেই নিজস্বতার পরিচয় দিয়ে আসছেন প্রসেনজিৎ। আজ তিন দশক পার করেও বিভিন্ন প্রজন্মের কাছে প্রিয় অভিনেতা তিনি।

এতদিন টলিউডে কাজ করার পর সম্প্রতি বলিউডেও হাত পাকাতে শুরু করেছেন প্রসেনজিৎ। ইতিমধ্যেই দুটি ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন তিনি। দুটি সিরিজই হিট হয়েছে। প্রসেনজিতের অভিনয় তো সকলেই দেখেছেন, কিন্তু তাঁর যে আরো একটি বড় গুণ রয়েছে তা জানেন কতজন?

prosenjit 1

হ্যাঁ শুধু অভিনয়ই নয়, প্রসেনজিৎ কিন্তু খুব ভাল গানও গান। সম্প্রতি ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দুটি গানের ভিডিও শেয়ার করেন অভিনেতা। মহম্মদ রফি এবং বাপ্পি লাহিড়ীর দুটি গান গাইতে শোনা যায় তাঁকে। বুম্বাদার গানের গলা শুনে অবাক হওয়ার পাশাপাশি মুগ্ধও হয়ে গিয়েছেন নেটিজেনরা।

‘ইন্ডাস্ট্রি’র রে এমন একটি লুকনো প্রতিভা রয়েছে তা অনেকেই জানতেন না। নিজের বাবার ছবির গান গেয়েছেন প্রসেনজিৎ। কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়েছেন নেটনাগরিকরা। গায়িকা জুন বন্দ্যোপাধ্যায়ও কমেন্ট করে প্রশংসা করেছেন অভিনেতার সুরেলা কণ্ঠের।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত ‘জুবিলি’ এবং ‘স্কুপ’ দুটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। দুটি সিরিজেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের ক্ষুরধার অভিনয়ের পরিচয় দিয়েছেন তিনি। আগামীতে টলিউডেও একটি বড়সড় ছবিতে দেখা যাবে তাঁকে। ‘দেবী চৌধুরানী’ ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন প্রসেনজিৎ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর