বাংলাহান্ট ডেস্ক: ৫০ এ পা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। বাঙালির প্রিয় ‘দাদা’র হাফ সেঞ্চুরি হওয়া নিয়ে আবেগে ভাসছে গোটা বাংলা। বেশ কয়েকদিন আগে থেকেই সাজো সাজো রব বিভিন্ন জায়গায় সৌরভের জন্মদিন (Birthday) উপলক্ষে। একটি বিশেষ ভিডিও বার্তায় মহারাজকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
বাইশ গজে সৌরভের দাপুটে কেরিয়ারের কিছু ঝলক উঠে এসেছে বুম্বা দার শেয়ার করা ভিডিওতে। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজছে ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে কবি সুবোধ ঘোষের একটি কবিতা। অভিনব পদ্ধতিতে বাংলার সার্বজনীন দাদাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। সঙ্গে লিখেছেন, ‘বিশেষ দিনটা বারবার।ফিরে ফিরে আসুখ। তুমি আমাদের গর্ব ছিলে, আছো আর থাকবে। অসংখ্য শুভেচ্ছা রইল।’
যখন নীল জার্সি পরে মাঠে নেমেছেন তখন গোটা দেশকে গর্বিত করেছেন বাংলার ছেলে। ক্রিকেট থেকে অবসর নিলেও খেলা কোনোদিনই ছেড়ে যখয়নি সৌরভকে। বিসিসিআই সভাপতি হয়েছেন তিনি। মাঠ ছাড়ার পর শুরু করেছেন জীবনের নতুন ইনিংস।
এখন তাঁকে একজন সফল সঞ্চালক বলা যায়। ‘দাদাগিরি’র মঞ্চে অনায়াস সৌরভ। তবে ৫০ তম জন্মদিনে দাদাকে যেন নতুন করে চিনল সকলে। নিজের স্ত্রী, মেয়ের কাছে লন্ডনে জন্মদিন পালন করলেন সৌরভ। মাঝ রাস্তাতেই সবার সঙ্গে নেচে উঠলেন হিন্দি গানের তালে। জড়তা তখন ছু মন্তর!
https://www.instagram.com/reel/CfvWCCNDBxV/?igshid=YmMyMTA2M2Y=
সৌরভের সঙ্গে প্রসেনজিতের বরাবরই সুসম্পর্ক দেখা গিয়েছে। দাদাগিরির গত সিজনের গ্র্যান্ড ফিনালেতে নতুন ছবির প্রচার করতে দেখা গিয়েছিল বুম্বা দাকে। সৌরভের অনুরোধে প্রতিযোগীদের কিছুক্ষণ খেলায় সাহায্যও করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।