সামর্থ্য নেই টাকা খরচের, তাই পায়ে হেঁটেই কলকাতা থেকে লাদাখ যাত্রা প্রসেনজিৎ-র

বাংলাহান্ট ডেস্ক : মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের দুচোখ ভরা স্বপ্ন থাকলেও তা বাস্তবে রূপান্তরিত করার সময় আসে হাজারো বাঁধা। ছোটবেলা থেকেই তাদের শুনতে হয় “আমাদের মত ঘরে বড় স্বপ্ন দেখা ঠিক যেন ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মত!” কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রমী ব্যক্তিত্ব থেকে যায়। যারা হাজারো বাধা-বিপদ কাটিয়ে অবিচল থাকেন নিজের স্বপ্নে। হাজার প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ছুটে চলেন তার লক্ষ্যের দিকে।

এমনই এক স্বপ্নের নাম প্রসেনজিৎ পাল। ডাকনাম জিৎ। ঠিক তার নামের মতই তার জীবনটিও যেন লেখা হয়েছে স্বপ্ন জয়ের লক্ষ্যে। হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা প্রসেনজিৎ পাল। খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। কিন্তু আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের মত দুচোখ ভরা হাজারো স্বপ্ন। তার স্বপ্ন পায়ে হেঁটে কলকাতা থেকে লাদাখ পৌঁছানো। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গত ১ লা আগস্ট হাওড়া ব্রিজ থেকে পায়ে হেঁটে তিনি রওনা দিলেন সুদূর লাদাখ জয়ের উদ্দেশ্যে।

গত ১ লা আগস্ট কলকাতা হাওড়া ব্রিজ থেকে যাত্রা শুরু করে তার লক্ষ্য আগামী ৯০ দিনের মধ্যে পায়ে হেঁটে লাদাখ পৌছানো। কলকাতা থেকে লাদাখ রওনা দেওয়ার সময় দেখা যায় তার পিঠে রয়েছে ৩০ কেজি ওজনের একটি ভারী ব্যাগ। যা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে এত ভারী ব্যাগ নিয়ে পায়ে হেঁটে কিভাবে অতদূর পৌঁছাবেন জিৎ?

জিতের কিন্তু সেই সব ব্যাপারে কোন ভ্রুক্ষেপ নেই। তিনি এখন রওনা দিয়েছেন তার স্বপ্নের উদ্দেশ্যে। জিতের এই খবর সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন তার বন্ধু-বান্ধব ও শহরের সহ নাগরিকেরা। আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন জিৎকে। জিৎ তার স্বপ্নের পথে এগিয়ে জয় করুক তার লাদাখ জয়ের স্বপ্ন, এমনটা আশা আমাদের। আমাদের পক্ষ থেকে তাকে রইল অজস্র শুভকামনা ও ভালোবাসা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর