PoK তে চলছে পাকিস্তান বিরোধী প্রতিবাদ! উঠছে ভারতের সমর্থনে স্লোগানও! বিপাকে শরিফ সরকার

বাংলা হান্ট ডেস্ক : আগুন জ্বলছে পাক অধিকৃত কাশ্মীরে (PoK)। শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। গিলিগিট-বালটিস্তানের (Gilgit Baltistan) পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। প্রত্যেকে যোগ দিয়েছে পাকিস্তান-বিরোধী বিক্ষোভে। জানা গিয়েছে, সেখানে পাক সেনার প্রতি বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয় জনতা। তাঁদের দাবি, তাঁরা পাক সেনাকে কোনও ভাবেই এই ভূখণ্ড দখল করতে দেওয়া হবে না।

এই সপ্তাহে গিলগিট ও তার আশপাশের এলাকায় বারবার পাকিস্তানের সেনা, রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোর বাহিনীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এই বিক্ষোভের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনও কোনও ভিডিওতে গিলগিট-বালটিস্তানের বাসিন্দাদের ভারতের পক্ষে স্লোগান দিতেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পাক অধিকৃত কাশ্মীর।

গত আগস্ট মাস থেকেই পাক অধিকৃত কাশ্মীরে বারবার অশান্তি সৃষ্টি হয়েছে।
সম্প্রতি পাকিস্তানের (Pakistan) সংবিধানে কিছু সংশোধন করার প্রস্তুতি করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সেই সংশোধন হলে পাক অধিকৃত কাশ্মীরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সরাসরি ন্যাস্ত হবে ইসলামাবাদের উপর। অর্থাৎ একরকম কাঠের পুতুলে পরিণত হবে স্থানীয় প্রশাসন। এর ফলে ওই অঞ্চলের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। এটা কিছুতেই হতে দিতে রাজি নয় পিওকের স্থানীয় বাসিন্দারা।

কিছু দিন আগেই পাক অধিকৃত কাশ্মীরের মানবাধিকার কর্মী শাবির চৌধুরী অভিযোগ করেছেন, সংবিধানে সংশোধন এনে অঞ্চলটির প্রাকৃতিক সম্পদ লুট করতে চাইছে পাকিস্তান। পাক সেনার মদতেই এই নগ্ন আগ্রাসন এবং চূড়ান্ত সাম্রাজ্যবাদী কার্যকলাপ চলছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর বার্তা দেন শাবির।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর