ধর্ষণ, খুন কাণ্ডে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! প্রতিবাদে রাস্তায় আদিবাসীরা, আগুন লাগানো হল থানায়

বাংলাহান্ট ডেস্ক : আরো একবার উত্তপ্ত হল কালিয়াগঞ্জ (Kaliagunj)। রাজবংশী তফসিলি ও আদিবাসী সংগঠন গুলির সমন্বয় কমিটি তুমুল বিক্ষোভ দেখাল কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে ছোড়ে কাঁদানে গ্যাস। পুলিশের (Police Force) সাথে আন্দোলনকারীদের রীতিমত খন্ড যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় কালিয়াগঞ্জ থানার সামনে। এমনকি থানার একটি পাঁচিলও ভেঙে দেয় তারা। কালিয়াগঞ্জের কালীবাড়ি সংলগ্ন এলাকা এদিন সকালে উত্তপ্ত হয়ে ওঠে রাজবংশী তফসিলি ও আদিবাসী সংগঠন গুলির সমন্বয় কমিটির বিক্ষোভে। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করে।

পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। ফলে কিছুটা হলেও পিছু হটে পুলিশ। কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নামে পরিস্থিতি মোকাবিলা করতে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে একজনকে। এই মিছিলকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত কালিয়াগঞ্জ এলাকা।

প্রসঙ্গত গত শুক্রবার ক্লাস টুয়েলভের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় পালোইবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে। মৃতদেহ উদ্ধারের পরে উত্তপ্ত হয়ে ওঠে সাহেবঘাটা সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান থানায়। শুক্রবারের পর থেকেই পুলিশকে ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ।

kaliyaganj news

শনিবারও সকালে বিক্ষোভ দেখা যায় এলাকায়। পালটা পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। মুহূর্তে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। এই ঘটনায় অবশ্য বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। ভেঙে ফেলা হয় পাঁচিল। সব মিলিয়ে, কালিয়াগঞ্জের পরিস্থিতি উঠে এসেছে খবরের শিরোনামে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর