Oppo, Vivo সহ বিভিন্ন চীনা পন্য জ্বালিয়ে দেশ জুড়ে শুরু হলো চীনের বিরুদ্ধে প্রতিবাদ ! জ্বললো জিংপিং এর কুশপুতুল ..

বাংলাহান্ট ডেস্কঃ ‘চীন (China) হাঁটাও বেশ বাঁচাও’, এই অভিযানে নেমেছে ভারতবাসী (India)। করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে সীমান্তে সংঘর্ষ, সবদিকেই রাজ করতে চাইছে ড্রাগন। গোটা বিশ্ব এখন চীনের বিরুদ্ধে একজোট হয়েছে। ব্যান করতে চলেছে চীনা পণ্য। বিভিন্ন বিদেশী সংস্থা তাঁদের কোম্পানীদের চীন থেকে সরিয়ে অন্যত্র নিয়ে আসতে চাইছে।

দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সংঘর্ষ জারী রয়েছে ভারত-চীনের মধ্যে। দুই পক্ষের আলোচনার মাধ্যেম মীমাংসা হওয়ার আলোচনার মধ্যে চীনা সেনারা সীমান্ত এলাকায় আমচকাই হামলা চালায়। গতকাল সীমান্ত এলাকায় সংঘর্ষে ভারতের ২০ জন সেনা জওয়ান শহীদ হন। পাশাপাশি চীনের ৪৩ সেনাও নিহত হয়েছে।

চীনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সমগ্র বিশ্ব। পাশাপাশি চীনা পণ্য বর্জনেও সামিল হয়েছে বিরাট সংখ্যক ভারতবাসী। কখনও আমেদাবাদ তো কখনও বারাণসীতে প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষজন। করোনা সংক্রমণের মধ্যেই তারা সামাজিক দূরত্ব মান্য করেই পথে নেমেছে চীনা পণ্যের বিরুদ্ধে।

কোথাও জ্বালানো হচ্ছে চীন প্রধান জিনপিং-এর কুশ পুতুলিকা, তো কোথাও তাঁর ছবি। আবার কোথাও রাস্তায় এনে পোড়ানো হল চীন পণ্য। প্লাকার্ডে লেখা হল, ‘ধোঁকাবাজ চীন মুর্দাবাদ’।

এরকমই কিছু চিত্র দেখা গেল গতকাল গুজরাটের আমেদাবাদ এবং বারাণসীতে। গুজরাটের আমেদাবাদের বাপু নগরে রাস্তায় এনে পোড়ানো হল চীনা ইলেকট্রনিক্স পণ্য এমনকি Oppo, Vivo ফোনও। সেই সঙ্গে জ্বালিয়ে দেওয়া হল শি জিনপিং-এর ছবি। মুখে মাস্ক পরিহিত অবস্থাতেই চলল চীনা হাঁটানোর শ্লোগান। এই একই চিত্র ধরা পড়ল বারাণসীতেও। সেখানকার বিশাল ভারত সংস্থান NGO-এর উদ্যোগে ব্যান্ড পার্টির সহযোগে পোড়ানো হল জিনপিং-এর কুশ পুতুলিকা। পোস্টারে লেখা হল ‘ধোঁকাবাজ চীন মুর্দাবাদ’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর