দুই থেকে তিন, গুঞ্জন সত‍্যি করে ফাদার্স ডে তেই সুখবর দিলেন ‘মিঠাই’ অভিনেত্রী প্রিয়ম

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গুঞ্জন সত‍্যি হল। অবশেষে সুখবরটা নিজের মুখেই দিলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী (prriyam chakroborty)। মা হতে চলেছেন তিনি। কানাঘুঁষো অনেক দিন ধরেই চলছিল। ‘মিঠাই’ সিরিয়ালে নন্দার চরিত্রে অভিনয় করতে করতেও সরে আসেন প্রিয়ম। তখনি সন্দেহ হয় নেটিজেনদের যে সম্ভবত মা হতে চলেছেন প্রিয়ম।

তবে এতদিন সব প্রশ্নেরই ঘুরিয়ে উত্তর দিচ্ছিলেন প্রিয়ম। অনুরাগীদের বক্তব‍্য ছিল, আগের থেকে অনেক সুন্দরী হয়ে উঠেছেন অভিনেত্রী। রীতিমত জেল্লা বেরোচ্ছে ত্বক দিয়ে। মিঠাই সিরিয়াল থেকে বেরিয়ে কারণ জিজ্ঞাসা করলেও অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁকে সিরিয়াল কর্তৃপক্ষ বাদ দেননি। বরং তিনি একটু অসুস্থ হয়ে পড়ায় নিজেই বেরিয়ে গিয়েছেন সিরিয়াল থেকে। তবে আপাতত তিনি সুস্থ। ইচ্ছা আছে শীঘ্রই আবার অভিনয়ে ফেরার।


এরপরেই সম্প্রতি ফাদার্স ডে তে সুখবরটা দিয়েই দিলেন প্রিয়ম। বেবি বাম্প নিয়েই প্রকাশ‍্যে এলেন তিনি। স্বামী শুভজিতের সঙ্গে আলো আবছায়ায় ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। সেই ছবিগুলিই শেয়ার করে সুখবর দিয়েছেন প্রিয়ম। সঙ্গে দিয়েছেন একটি মিষ্টি ক‍্যাপশন।

https://www.instagram.com/p/CQVSOsqAyKi/?utm_medium=copy_link

অভিনেত্রী লিখেছেন, ‘প্রকৃতির খামখেয়ালীতে অশান্ত এ পৃথিবীতে, তোমার আসার খবরটিতে হাসছি দেখো যুগলেতে। তোমার আসার সময় হল সবকিছু তাই ভুলিয়ে দিল, দুঃসময়ের চিন্তাগুলো কোথায় যেন হারিয়ে গেল। মোদের জীবন ধন্য করে এসো নতুন খুশির ভোরে, ঘরটি মোদের আলো করে আসবে তুমি কদিন পরে। তোমার আসার আনন্দেতে হাসছি মোরা যুগলেতে। সবাই আশিষ দিও মোদের, ভালবাসার চিহ্ন টিরে’। অভিনয় জগতের সতীর্থরা ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয়ম ও শুভজিৎকে।

https://www.instagram.com/p/CQVOwgnMt-Q/?utm_medium=copy_link

আসলে চিকিৎসকের পরামর্শতেই এতদিন খুশির খবরটা চেপে রেখেছিলেন প্রিয়ম ও শুভজিৎ। করোনা আবহে দ্বিগুণ সতর্কতার মধ‍্যে রয়েছেন অভিনেত্রী। সেই কারণেই মিঠাই থেকে সরে এসেছিলেন তিনি। শুভজিৎ অবশ‍্য ধ্রুবতারা সিরিয়ালে অভিনয় করছেন এখন। জানা গিয়েছে, আগামী আগস্ট বা সেপ্টেম্বরের শুরুতেই মা হবেন প্রিয়ম।

X