ক্ষমা চেয়েও লাভ হলো না! মেসিকে নিয়ে এই কড়া সিদ্ধান্ত নিলো PSG  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফ্রেঞ্চ লিগের খেলায় নিজেদের শেষ ম্যাচে লরিয়েন্টের বিরুদ্ধে ৩-১ ফলে হারতে হয়েছিল তারকা সমৃদ্ধ পিএসজি (PSG) দলকে। একটি গোল করলেও লিওনেল মেসি (Lionel Messi) নিজের স্বাভাবিক ফর্মের বিচারে বেশ খানিকটা নিস্প্রভই ছিলেন বলা যায়। চলতি মরশুমে প্যারিসের ক্লাবটি ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছে। কিন্তু ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং কাপ দে ফ্রান্স থেকে ‘শেষ ১৬’ পর্ব থেকেই ছিটকে গিয়েছে।

ফ্রেঞ্চ লিগ তারা সহজেই জিতবে এমনটা আশা করা হয়েছিল। কিন্তু নিজেদের শেষ চারটি হোম ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের থেকে মাত্র পাঁচ পয়েন্টে এগিয়ে আছে তারা। দলের পারফরম্যান্স একেবারেই খুশি করতে পারেনি পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়েরকে। তাই এমনিতে ম্যাচের পরের দিন ফুটবলারদের অনুশীলন বন্ধ থাকলেও ওই হারের পর তিনি ফুটবলারদের সেই ছুটি বাতিল করেছিলেন।

দলের বাকি সকলে অনুশীলনের উপস্থিত থাকলেও লিওনেল মেসি ছিলেন না তাদের সঙ্গে। সৌদি আরবের পর্যটনের প্রচারের সাথে মোটা টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ তিনি। তাই দলের সকলে যখন অনুশীলন করছিলেন তখন মেসি মরু দেশে গিয়েছিলেন নিজের এই কমার্শিয়াল কাজটি সেরে নেওয়ার জন্য।

lionel messi psg

এরপর পিএসজি দুই সপ্তাহের জন্য তাকে সাসপেন্ড করেছে এবং তাকে এই সময়ের বেতনও দেওয়া হবে না বলে জানানো হয়েছে ক্লাবের তরফ থেকে। পিএসসি ভক্তরাও ক্লাবের সামনে মেসির নামে অত্যন্ত কুরুচিকর স্লোগান দিয়েছেন। এই ঘটনার পর অবশ্য মেসি কালকে ক্ষমা চেয়েছিলেন এবং তার সতীর্থদের কাছে। তিনি জানিয়েছিলেন অনিচ্ছাকৃত এই গুলোর জন্য তিনি দুঃখিত আর ক্লাব পরবর্তীতে কি সিদ্ধান্ত নেই সেটা দেখার জন্য তিনি অপেক্ষা করছেন।

কিন্তু ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির এই ক্ষমা চাওয়ার বিষয়টি পিএসজি ম্যানেজমেন্টের মনোভাব নরম করতে পারেনি। লিগে নিজেদের পরের ম্যাচে ট্রয়েসের বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করেছে প্যারিসের ক্লাবটি সেখানে জায়গা দেওয়া হয়নি মেসিকে। ক্ষমা চাওয়ার পরেও তাকে ওয়ার্ডে জায়গা না দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মেসি ভক্তরা। আশঙ্কা করা হচ্ছে নতুন চুক্তি হওয়ার সুযোগ থাকলেও মেসি পিএসজি-তে থাকবেন না এবং অন্য কোনও ক্লাবে চলে যাবেন পরের মরশুমে। তার ভক্তরাও এখন সেটাই চান।।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর