বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। অন্যদিকে এর পর থেকে জ্বলছে গোটা দেশ। জায়গায় জায়গায় শুরু হয় অশান্তি। অন্যদিকে, এর প্রতিবাদ জানাতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) লাহোরের বাসভবনে হামলা চালায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-e-Insaf) কর্মী-সমর্থকরা।
পাক পুলিশ সূত্রে খবর, গতকাল ভোরেই শাহবাজের বাড়িতে প্রায় ৫০০-রও বেশি পিটিআই কর্মী-সমর্থকরা চড়াও হয়। ছলে তছনছ। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ সমর্থকেরা। প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য ছোড়া হয় পেট্রোল বোমা। ঘটনাচক্রে সেই সময় প্রধানমন্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, এই হামলার ঘটনায় ইতিমধ্যেই প্রায় শতাধিক কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরানের গ্রেফতারি ইতিমধ্যেই বৈধ জানিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (IHC), তারপর থেকেই আরও খেপে উঠেছে পিটিআই সমর্থকরা।
পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ধুন্ধুমার শুরু হয় দেশ জুড়ে। অশান্তির আগুন ছড়িয়ে পড়ে সে দেশের লাহোর, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পঞ্জাব প্রদেশ অবধি। ইসলামাবাদে জারি রয়েছে ১৪৪ ধারা। অন্যদিকে, অশান্তির জেরে গতকালই ফেসবুক, টুইটার ইউটিউবে রাশ টেনেছে শেহবাজ শরিফের সরকার। দেশের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।
জানা গিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা চালানোর আগে বিক্ষোভকারীরা মডেল টাউনেই অবস্থিত পিএমএল-এন সেক্রেটারিয়েটেও হামলা চালায়। ভাঙচুর দোহাই একাধিক গাড়ি ও গার্ডরেলে আগুন লাগিয়ে দেয় তারা। পুলিশ সূত্রে খবর, ইমরানের গ্রেফতারির পর থেকে নিয়ে এখনও পর্যন্ত বিক্ষোভকারীরা শুধুমাত্র পঞ্জাব প্রদেশেই ১৪টি সরকারি দফতর ও বিল্ডিংয়ে এবং ২১টি পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে। ক্রমশই বাড়ছে পিটিআই কর্মী-সমর্থকদের রোষ।