বাংলা হান্ট ডেস্ক : অসামাজিক হয়ে পড়ছে ক্রমশ তরুণ প্রজন্ম। অনলাইন অ্যাকশন গেমের দুনিয়ায় তরুণ প্রজন্ম এতটাই বুঁদ হয়ে যাচ্ছে যে তা ক্রমশ চিন্তার ভাঁজ ফেলছে অভিভাবক ও মনোবিজ্ঞানীদের ওপর।
PUBG নিয়ে এই তরুণ প্রজন্মের প্রবল উন্মাদনা অতিরিক্ত মাত্রায় আসক্তি এনে প্রবল বিপদ ডেকে আনছে।সম্প্রতি রাজস্থানের নাসিরাবাদ শহরের বাসিন্দা ফারকান কুরেশি নামে বছর ষোলোর কিশোরটির মৃত্যু হয়েছে টানা ৬ ঘন্টা PUBG খেলার ফলে।
জানা যাচ্ছে টানা ৬ ঘন্টা PUBG খেলার পর প্রচন্ড উত্তেজনাবসত হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিশোরটির। স্থানীয় হাসপাতালে ফারকানকে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।