অকালমৃত্যু! টানা ৬ ঘণ্টা PUBG খেলার পরিণতি ১৬ বছরের কিশোরের

বাংলা হান্ট ডেস্ক : অসামাজিক হয়ে পড়ছে ক্রমশ তরুণ প্রজন্ম। অনলাইন অ্যাকশন গেমের দুনিয়ায় তরুণ প্রজন্ম এতটাই বুঁদ হয়ে যাচ্ছে যে তা ক্রমশ চিন্তার ভাঁজ ফেলছে অভিভাবক ও মনোবিজ্ঞানীদের ওপর।
bb528 img 20190602 wa0004
PUBG নিয়ে এই তরুণ প্রজন্মের প্রবল উন্মাদনা অতিরিক্ত মাত্রায় আসক্তি এনে প্রবল বিপদ ডেকে আনছে।সম্প্রতি রাজস্থানের নাসিরাবাদ শহরের বাসিন্দা ফারকান কুরেশি নামে বছর ষোলোর কিশোরটির মৃত্যু হয়েছে টানা ৬ ঘন্টা PUBG খেলার ফলে।

জানা যাচ্ছে টানা ৬ ঘন্টা PUBG খেলার পর প্রচন্ড উত্তেজনাবসত হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিশোরটির। স্থানীয় হাসপাতালে ফারকানকে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


সম্পর্কিত খবর