ফুচকায় মেশানো হচ্ছে প্রস্রাব, ভাইরাল ভিডিওতে হাতে নাতে ধরে দোকান ভাঙল জনতা

Published On:

ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই ভার। বার বার ফুচকাওয়ালাদের বিরুদ্ধে পরিচ্ছন্নতা না মানার অভিযোগ উঠলেও ফুচকার জনপ্রিয়তা একটুও কমেনি। তবে এবার এক ফুচকাওয়ালার বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ভাইরাল ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে, ফুচকার তেঁতুল জলে প্রস্রাব মিশিয়ে বিক্রি করেছে সে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে। সেখানে এক ফুচকাওয়ালার বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, ঐ ফুচকাওয়ালা কোলহাপুরের রাঙ্কালা লেকের ধারে নিয়মিত ফুচকা বিক্রি করত সে। সেই এলাকায় ভীষণই জনপ্রিয় ছিল সে। তার দোকানে ফুচকা খেতে লম্বা লাইনও হতো প্রতিদিন। তারই এমন কীর্তি দেখে স্তম্ভিত গ্রাহকেরা।

ভিডিও ভাইরাল হতেই গ্রাহকদের মধ্যে হই হই পড়ে যায়। প্রচন্ড ক্ষেপে ওঠে উত্তেজিত জনতা। গাড়ি ভাঙচুর করে সমস্ত ফুচকা রাস্তায় ফেলে দেন সাধারণ মানুষ। এর আগেও এমন ঘটনা মুম্বাইয়ে। যার পরিপ্রেক্ষিতে আন্দোলনে নেমেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ভেঙে দেওয়া হয় ৩০০ এর বেশি ফুচকার দোকান।

২০১৭ সালে গুজরাতে বাথরুম পরিস্কারের রাসায়নিক মিশিয়ে বিক্রি করার সময় ধরা পরেন গুজরাতের এক ফুচকাওয়ালা। ৬ মাসের জেল হয়েছিল তার।

 

X