সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি! আগামী বছরের ছুটির তালিকা ঘোষণা করলো নবান্ন

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর (Durga Puja) ছুটি কাটিয়ে ইতিমধ্যে মা কালীকে (Ma Kali) স্বাগত জানাতে তৎপর সকল বাঙালি আর এর মাঝেই আগামী বছরের সরকারি ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন। সরকারি কর্মচারীদের স্বস্তি দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়তি ছুটির কথাও ঘোষণা করেছে সরকার। সেই প্রসঙ্গিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গতকাল, যেখানে দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা ছাড়া আরো বেশ কয়েকটি ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।

নবান্ন সূত্র মারফত জানানো হয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এনআই আইন মেনে সকল ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় হিসেবে ছুটি ছাড়াও রাজ্যের তরফ থেকে বেশ কয়েকটি বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছে।

দেখে নেওয়া যাক, প্রতি মাসে কতগুলি ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা?
উল্লেখ্য, আগামী বছর জানুয়ারি মাসে বেশ কয়েকটি ছুটি পেতে চলেছেন সকলেই। এক্ষেত্রে ১২, ২৩ এবং ২৬ তারিখ যথাক্রমে বিবেকানন্দের জন্মদিন, নেতাজির জন্মদিন এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। একইসঙ্গে সরস্বতী পুজো ২৬ শে জানুয়ারি হওয়ায় এক্ষেত্রে তার আগের দিন তথা ২৫ শে জানুয়ারি সরকারি ছুটি দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারি মাসে ছুটি না থাকলেও প্রতিবছরের মত মার্চের ৭ তারিখ দোলযাত্রা দিন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। অপরদিকে এপ্রিল মাসে ৭, ১৪, ১৫ এবং ২২ তারিখ ছুটি থাকবে সরকারি দফতর। এক্ষেত্রে গুড ফ্রাইডে, আম্বেদকার জয়ন্তী, নববর্ষ এবং ঈদ উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে।

মে মাসেও ১, ৫ এবং ৯ তারিখ যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা এবং শ্রমিক দিবস উপলক্ষে থাকবে ছুটি। ২৯ শে জুন বকরি ঈদ, জুলাই মাসে মহরম এবং ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ থাকবে সরকারি অফিস।

পুজোয় কত দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা?
এক্ষেত্রে অক্টোবর মাসের শুরুতে ২ রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরই ১৪ ই অক্টোবর মহালয়া এবং পরবর্তীতে ১৮ ই অক্টোবর চতুর্থী থেকে ২৭ শে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সরকারি অফিস। এক্ষেত্রে চতুর্থী থেকে দশমী ছাড়াও পরবর্তী আরো তিন দিন ছুটি দেওয়া হয়েছে। তারপরের দিন তথা ২৮ শে অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে ঘোষণা করা হয়েছে ছুটি।
নভেম্বর মাসে ১২, ১৫ এবং ২৭ তারিখ যথাক্রমে কালীপুজো ,ভাইফোঁটা এবং গুরু নানক জন্মদিন উপলক্ষে দেওয়া হয়েছে ছুটি। এক্ষেত্রে কালীপুজো রবিবার হওয়ার কারণে তারপরের দুই দিন যথাক্রমে ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন পালন করা হয় ১৪ই ফেব্রুয়ারি। সেই কারণে সেদিন ছুটি থাকবে সরকারি দফতর। একইসঙ্গে শিবরাত্রি, দোলের পরের দিন, রথযাত্রা এবং জন্মাষ্টমী সহ অন্যান্য উৎসব উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ছটপুজো রবিবার হওয়ায় তারপরের দিন তথা ২০ শে নভেম্বর দেওয়া হয়েছে ছুটি।

mamata nabanna wqd

এছাড়াও বিশেষ কয়েকটি ছুটিও ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং-এর মতো জেলাগুলিতে ১৩ জুলাই কবি ভানু ভক্তের জন্মদিন পালন করার স্বার্থে ছুটি দেওয়া হয়েছে। আবার অপরদিকে ৮ ই এপ্রিল এবং ৩০ শে জুন যথাক্রমে ইস্টার স্যাটারডে (খ্রিস্টান) এবং ফুল দিবস (আদিবাসী) উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে।

Sayan Das

সম্পর্কিত খবর