পাবলিক টয়লেটের বাইরে ‘WC’ লেখা থাকে, এর অর্থ জানেন না ৯৯% মানুষই

Published on:

Published on:

Public Toilet do you know what the word WC means

বাংলা হান্ট ডেস্ক: রাস্তাঘাটে আমরা অনেক সময় সুলভ শৌচাগার বা শৌচালয় ব্যবহার করতে হয় (Public Toilet)। এবার এই শৌচালয়ের গায়ে WC বলে লেখা দেখা যায়। কিন্তু অনেকেই জানে না এই WC- এর আসল অর্থ কী।

পাবলিক টয়লেটের বাইরে ‘WC’ লেখা থাকে, অধিকার মানুষ জানে না এর মানে কি? (Public Toilet)

বিভিন্ন সময়, বিভিন্ন কারনে পাবলিক টয়লেট কমবেশি সকলকেই ব্যবহার করতে হয়। এবার এই শৌচাচয়ে অনেক সময় বড় বড় করে ‘WC’ লেখা দেখা যায়।পাশাপাশি পুরুষ ও মহিলার চিহ্ন লাগানো থাকে। এই মহিলা বা পুরুষের চিহ্ন দেখে লিঙ্গ নির্ধারণ করা গেলেও। WC এর মানে অধিকাংশ মানুষই জানে না। আজ আপনাদের এর মানে জানাবো।

Public Toilet do you know what the word WC means

আরও পড়ুন: সাবধান! বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে? বড় বিপদ আসার আগে জানুন কীভাবে যত্ন নেবেন

জানা যায়, ১৯০০ সালের দিকে বাথরুমকে বেশিরভাগ সময় ওয়াটার ক্লোসেট (Water Closet) বলা হত। পরে এটি অনেক নাম দ্বারা উল্লেখ করা হয়েছে। তবে, Water Closet এর সংক্ষিপ্ত WC-কে শুধুমাত্র টয়লেটের সাইন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই WC লেখা গুলো কয়েকটি পাবলিক টয়লেটে (Public Toilet) দেখতে পারবেন। এই WC লেখা যে সকল টয়লেট বাইরে দেখা যায় এর মানে দাঁড়ায় – Water Closer। অর্থাৎ সেই টয়লেটে জলের ব্যবস্থা রয়েছে। যদিও এই শব্দটির ব্যবহার বহু বছর আগে পর্যন্ত প্রচলন ছিল।

(Disclaimer:এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টে-র।)